মুম্বই, 18 এপ্রিল: অনুরাগীদের জন্য় মঙ্গলবার বড় খবর দিলেন ইলিয়ানা ডিক্রুজ ৷ সোশাল মিডিয়ায় এদিন ইলিয়ানা জানিয়েছেন তাঁর পরিবারে আগমন হতে চলেছে এক নতুন সদস্যের ৷ হ্য়াঁ বেশ কয়েকটি ছবি শেয়ার করে নায়িকা এদিন সকলকে জানিয়েছেন তাঁর মা হওয়ার খবর ৷ ছবির ক্য়াপশনে তিনি লিখেছেন, "খুব তাড়াতাড়ি সে আসছে ৷ আমার ছোট্ট ডার্লিংয়ের সঙ্গে দেখা করার জন্য় আর অপেক্ষা করতে পারছি না ৷"
প্রথম ছবিতে একটি সুন্দর বাচ্চার জামার ছবি শেয়ার করেছেন ইলিয়ানা ৷ আর তার ওপর লেখা রয়েছে, "আর এবার অ্য়াডভেঞ্চার শুরু হতে চলেছে ৷" আরও একটি ছবিতে দেখা গিয়েছে তিনি শেয়ার করেছেন গলার একটি হারের ছবি ৷ যার লকেটটিতে লেখা রয়েছে মাম্মা শব্দটি ৷ যদিও এই পোস্টে তাঁর লাইফ পার্টনারের নাম উল্লেখ করেননি তিনি ৷ তবে তাঁর এই মা হওয়ার খবরে উচ্ছ্বসিত সোশাল মিডিয়া ৷ কেউ লিখছেন, 'অভিনন্দন ডার্লিং' কেউ বা লিখেছেন, 'অভিনন্দন, আগামী জীবনের জন্য় শুভ কামনা ৷'