হায়দরাবাদ, 26 মে:দুই দশকেরও বেশি সময় ধরে প্রতি বছর গ্ল্যামার জগতের অন্যতম আকর্ষণ ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি পুরস্কারের আসর । বিখ্যাত অ্যাওয়ার্ড শো-এর 23তম সংস্করণ আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে ৷ আর তার জেরে বলিউড জ্বরে কাঁপছে সংযুক্ত আরব আমিরশাহী ৷
বৃহস্পতিবার সলমন খান, অভিষেক বচ্চন, ভিকি কৌশল, ফারাহ খান, রাকুলপ্রীত সিং এবং নোরা ফাতেহি-সহ বি-টাউনের নামী-দামি তারকারা একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আইফা 2023-এর সফর শুরু করেন । এরই মধ্যে অভিষেক বচ্চন ও ভিকি কৌশলের একটি ভিডিয়ো ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে, যেখানে অভিষেক ভিকির সঙ্গে নানা মজার কথা বলার সময় টেনে আনেন বলিউডের ভাইজানের নাম ৷
ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে অভিষেক এবং ভিকিকে একেবারে রসিকতার মেজাজে দেখা গিয়েছে ৷ তাঁরা সাংবাদিক সম্মেলনের সময় মজার মুডে আলাপচারিতা করছিলেন । তারই মাঝে অভিষেক আচমকা মজার ছলে বলে ওঠেন, "এই বিভাগটি আপনাদের জন্য নিয়ে এসেছে 'ভিকি আমরা তোমাকে ভালোবাসি...'৷" জুনিয়র বচ্চনের এই কথা শুনে তারস্বরে হেসে ওঠেন দর্শকরা ৷ ভিকি কৌশল অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান ৷ তখনই অভিষেক তাঁকে থামিয়ে ফের রসিকতার সুরে বলেন, "না না না । ..কোনও একজন এখনও আসেনি । তাঁরা এখনও সলমন খানের জন্য অপেক্ষা করে আছেন ।"
27 মে অভিষেক এবং ভিকি মূল অ্যাওয়ার্ড অনুষ্ঠান হোস্ট করবেন । আইফা রকসের হোস্ট ফারাহ খান কুন্দর ও রাজকুমার রাও-ও মঞ্চে এসে তাঁদের আনন্দ প্রকাশ করেন । এ দিকে, এই সাংবাদিক সম্মেলনে একটু দেরি করেই পৌঁছন সলমন খান । তবে, দেরিতে এলেও তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সবার আকর্ষণ নিজের দিকে টেনে নেন বলিউডের সুলতান ৷ শুক্রবার শোভা আইফা রকসের সঙ্গে মেগা উদযাপন শুরু হতে চলেছে ৷ সেখানে পারফর্ম করবেন অমিত ত্রিবেদী, বাদশা, সুনিধি চৌহান, নিউক্লিয়া এবং সুখবীর সিং-এর মতো অনেক জনপ্রিয় গায়ক ৷
আরও পড়ুন:ভাইজানকে দেখে সৌজন্য ভিকির, পালটা মিলল 'অপমান'