পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

The Kerala Story in Bengal: বাংলায় 'হল' না পেলে আবার আদালতে যাওয়ার ইঙ্গিত, 'কেরালা স্টোরি' নিয়ে কড়া অবস্থান নির্মাতাদের - No movie hall in Bengal is screening

সুপ্রিম কোর্টে নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ এলেও এখনও বাংলাতে 'দ্য কেরালা স্টোরি' দেখাতে প্রস্তুত নয় কোনও হল মালিক ৷ বাংলায় এখনও অন্ধকারে রয়েছে এই ছবির ভবিষ্যত ৷

The Kerala Story in Bengal
'কেরালা স্টোরি' নিয়ে কড়া অবস্থান নির্মাতাদের

By

Published : May 19, 2023, 9:37 PM IST

কলকাতা, 19 মে: 18 মে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার ৷ সুদীপ্ত সেন পরিচালিত 'দ্য কেরালা স্টোরি' বাংলায় নিষেধাজ্ঞা করার পরেই সরব হয়েছিলেন ছবির নির্মাতারা ৷ অবশেষে সেই নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ জারি করে ফের প্রেক্ষাগৃহে ছবি দেখানোর কথা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ তবে এতেও মেটেনি সমস্যা ৷ শীর্ষ আদালতের এই নির্দেশ আসার পরেও বিতর্কিত ছবি দেখাতে রাজি হয়নি এখনও পর্যন্ত কোনও সিনেমা হল কর্তৃপক্ষ ৷ ফলে বাংলায় এই ছবির ভবিষ্যত আরও একবার অন্ধকারে ৷

নবান্নে 8 মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'দ্য কেরালা স্টোরি' ছবি নিয়ে আপত্তির কথা জানান ৷ তিনি অভিযোগ করে বলেন, একটি বিশেষ সম্প্রদায়কে ছোট করে দেখানোর জন্য বিজেপির মদতে এই ধরণের সিনেমা তৈরি করা হচ্ছে ৷ এই প্রসঙ্গে টেনে আনেন দ্য কাশ্মীর ফাইলস ছবির প্রসঙ্গও ৷ এরপরেই নবান্ন থেকে এই ছবি ব্যান করার সিদ্ধান্ত ঘোষণা করা হয় ৷ রাতারাতি প্রেক্ষাগৃহগুলি থেকে নামিয়ে নেওয়া হয় ছবির ব্যানার-হোর্ডিং ৷ তারই প্রতিবাদে ছবির নির্মাতারা দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্টের ৷

তবে পাশে শীর্ষ আদালত থাকলেও বাংলায় 'দ্য কেরালা স্টোরি'র সমস্যা কাটেনি ৷ সাম্প্রদায়িক অশান্তির অভিযোগ তুলে যে বিতর্ক বাংলায় তৈরি হয়েছে দ্য কেরালা স্টোরি-কে ঘিরে, সেই ছবি হলে নিতে নারাজ কর্তৃপক্ষরা ৷ এমনটাই জানাচ্ছেন ছবি ডিস্ট্রিবিউটররা ৷ ডিস্ট্রিবিউটর শতদীপ সাহা জানিয়েছেন, সিঙ্গল স্ক্রিন হোক বা মাল্টিপ্লেক্স, এখনো পর্যন্ত এই ছবি দেখানো নিয়ে কেউই আগ্রহ দেখায়নি ৷

তিনি বলেন, "আমরা হল মালিক থেকে শুরু করে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলে জানিয়েছিলাম, এই ছবি দেখানো নিয়ে আর কোনও সমস্যা নেই ৷ তারা দেখাতে পারেন ৷ কিন্তু কেউই এই ছবি মুক্তির জন্য এগিয়ে আসেননি ৷ হয়তো তারা কারোর বিরোধিতা করতে চায় না ৷" অন্যদিকে আইনক্স হলের রিজিওনাল হেড অমিতাভ গুহ বলেন, "আমরা আপাতত সরকারি নির্দেশিকার অপেক্ষায় রয়েছি ৷"

প্রসঙ্গত, শুক্রবার সাংবাদিক সম্মেলনে কলকাতায় উপস্থিত হয়েছিলেন পরিচালক সুদীপ্ত ও অভিনেত্রী আদাহ ৷ সেখানেও তিনি অভিযোগ করে বলেছেন, এমন অনেক হল কর্তৃপক্ষ রয়েছেন, যাঁরা সিনেমাটা দেখাতে চাইলে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে ৷ তাঁদের সিনেমাটা না চালানোর জন্য জোর করা হচ্ছে ৷ তিনি আরও জানিয়েছেন, 1.5-2 কোটি দেশের মানুষ এই ছবি দেখে নিয়েছেন মাত্র দু'সপ্তাহে ৷ যাঁরা এখনও পর্যন্ত দেখেননি, তাঁদেরও দেখা উচিত ৷

আরও পড়ুন: 'দ্য কেরালা স্টোরি' নিষেধাজ্ঞায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, নির্দেশে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

পরিচালক বলেন,"আমরা কোনও বিতর্কে জড়াতে চাই না। আমি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলতে চাই যে, দয়া করে ছবিটি দেখুন এবং সিদ্ধান্ত নিন যে এটি সাম্প্রদায়িক সম্প্রীতি বা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে কি না।" তিনি জানান, দর্শকদের বিচার করা উচিত, তাঁরা এই ছবি দেখবেন কি দেখবেন না ৷ তিনি আরও বলেন, " আমি বাঙালি ৷ এই ছবির প্রোডাকশন ডিজাইনারও একজন বাঙালি ৷ অথচ দুঃখের বিষয় বাংলাতেই এই ধরণের ঘটনা ঘটল ৷"

পাশাপাশি, প্রযোজক ভীপুল শাহ এই ছবির সাংবাদিক সম্মেলনে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন ৷ তিনি ইঙ্গিত দিয়েছেন, যদি বাংলার কোনও প্রেক্ষাগৃহে এই ছবি দেখানো না হয় তাহলে আবার তাঁরা আদালতের দ্বারস্থ হবেন ৷

ABOUT THE AUTHOR

...view details