কলকাতা, 2 জানুয়ারি:নতুন বছর পড়তেই একের পর এক নতুন ছবির খবর টলিপাড়ায় । বছরের প্রথম দিনেই একের পর এক ছবির খবর দিয়েছেন পরিচালকরা । সকালেই দেব সোশাল মিডিয়ায় জানিয়েছেন, আগামী বছর বড়দিনেও তিনি জুটি বাঁধতে চলেছেন অভিজিৎ সেনের সঙ্গে ৷ ছবিটির প্রযোজনার দায়িত্বে দেব এবং অতনু রায়চৌধুরী । সেখানে নায়কের ভূমিকায় দেব স্বয়ং। সন্ধ্যা হতেই দেব জানালেন তাঁর নতুন বছরে আরও একটি ছবির খবর । ছবির নাম 'খাদান'। দেবের সঙ্গে জুটিতে ইধিকা পাল ।
ইধিকা দেবের সঙ্গে কাজ করবেন এই গুঞ্জন অনেকদিন ধরেই চলেছে ৷ এবার সেই জল্পনার অবসান ঘটল সোমবার ৷ ইধিকা এর আগে কাজ করেছেন বাংলাদেশের ছবিতেও ৷ ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে বেশ পরিচিত হয়ে ওঠেন তিনি ৷ ছবির নাম 'প্রিয়তমা' ৷ এর আগে তিনি অভিনয় করেছেন 'কপালকুণ্ডলা', 'রিমলি', 'পিলু'-র মতো জনপ্রিয় বেশ কয়েকটি ধারবাহিকে ৷
সম্প্রতি দেব বাংলা সিনেমায় একটি নতুন ট্রেন্ডের জন্ম দিয়েছেন ৷ চেনা নায়িকাদের ছেড়ে ছোটপর্দার নায়িকাদের সঙ্গেই জুটি বাঁধছেন তিনি ৷ 'প্রজাপতি' থেকে শুরু হয় এই ট্রেন্ড ৷ 'বাঘাযতীন', 'প্রধান' এর পর 'খাদান' ছবিতেও দেবের সঙ্গে একের পর এক নতুন নায়িকার আগমন দর্শকদের ঝড় তুলেছে । এঁদের মধ্যে অবশ্য শ্বেতা ভট্টাচার্য, সৌমিতৃষা এবং ইধিকা তিনজনেই বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ। কিন্তু 'বাঘাযতীন'-এর সৃজা দত্ত ছিলেন একেবারেই নতুন।
নতুন বছরের প্রথম দিনেই 'খাদান'-এর মোশন পোস্টার নিয়ে হাজির হয়েছেন দেব। ছবির পরিচালক সুজিত দত্ত। কয়লা খনি অঞ্চলের সমাজ এবং রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে 'খাদান'। দেবের প্রযোজনা সংস্থা এবং সুরিন্দর ফিল্মস এই ছবিটি যৌথ ভাবে প্রযোজনা করবে এই ছবির। এছাড়া এই বছরে আরও একটি ছবি মুক্তি পেতে চলেছে দেবের ৷ সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় 'টেক্কা' ছবিতে রুক্মিণী মৈত্রর সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা-সাংসদ।
আরও পড়ুন:
- 'এক জীবনে বহু চরিত্রযাপনের জন্য অভিনয়, হাততালি কুড়োতে নয়'; ইটিভি ভারতে মনখোলা আড্ডায় জয়া
- ভূমিকম্প বিধ্বস্ত জাপান থেকে দেশে ফিরলেন জুনিয়র এনটিআর
- আগামী ক্রিসমাসেও জুটি বাঁধছেন দেব অভিজিৎ, বছর শুরুর দিনেই ঘোষণা অভিনেতার