মুম্বই, 6 জানুয়ারি:আজ আরও একটি বসন্ত পার করলেন আল্লা রাখা রহমান ৷ এ আর রহমান সংগীত জগতের এমন এক নাম যিনি ভারতীয় সঙ্গীতকে পৌঁছে দিয়েছেন বিশ্বের দুয়ারে ৷ বিশ্বের সংগীত মানচিত্রে ধ্রুবতারার মতোই উজ্জ্বল তাঁর অবস্থান ৷ গোটা ভারত তাঁর পারফরম্যান্স দেখে উল্লাসে চিৎকার করে ওঠে 'জয় হো' ৷ তাঁর সুরে বন্দেমাতরম শুনতে শুনতে চোখের জল লুকোতে পারেন না অনুরাগীরা ৷ এআর রহমানের জন্ম 1967 সালে আজকের দিনে তৎকালীন মাদ্রাজে ৷ দু'টি অস্কার, একটি বাফটা, একটি গোল্ডেন গ্লোব পুরস্কার-সহ চারটি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড এবং 13টি ফ্লিম ফেয়ার পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে ৷
বাবা রাজগোপালা কুলাসেখরণও ছিলেন সুরকার ৷ বহু তামিল গানে সুর দিয়েছেন তিনি ৷ সেখান থেকে ছেলে রহমানের মধ্যেও ছড়িয়ে পড়ে সুরের নেশা ৷ রহমান কাজ শুরু করেন 1992 সালে ৷ তামিল ছবি 'রোজা' দিয়ে শুরু হয় তাঁর পথ চলা ৷ জীবনের অনেকগুলি দিন পাশ্চাত্য সঙ্গীতের তালিম নিলেও তাঁর বুকে রয়ে গিয়েছে ভারতের মেঠো পথের রাখালিয়া বাঁশিটিও ৷ দুই সুরের অনবদ্য এক ফিউশন তাঁর সঙ্গীতের বৈশিষ্ট হয়ে উঠেছে বারবার ৷ আজ তাঁর জন্মদিনে ফিরে দেখা তাঁর বেশ কিছু গান ৷
দিল সে রে:'দিল সে' ছবিতে পরিচালক মনিরত্নমের সঙ্গে জুটি বেঁধেছিলেন রহমান ৷ তৈরি হয় বিখ্যাত 'দিল সে রে' গানটি ৷ শাহরুখ খানের ফ্য়ানেদের কাছে আজও এই গান একটি আইকনিক হিট ৷
ছেঁইয়া ছেঁইয়া:একই ছবির এই গানটির কথা না বললেই নয় ৷ মালাইকা আরোরার সঙ্গে ট্রেনের উপর কিং খানের ডান্স স্টেপ চোখে লেগে আছে সকলের। গানের সুরও রয়ে গিয়েছে মনে ৷ আজ তাই এত বছর পরেও 'ডাঙ্কি' ছবির প্রচারে এই গান শুনে নেচে ওঠেন শাহরুখ ৷