পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

IB 71 Trailer: পাকিস্তানের চক্রান্ত ভেস্তে দিতে কোমর বাঁধছেন বিদ্যুৎ-অনুপমরা, দেখুন 'আইবি 71' ছবির ট্রেলার - দেখুন আইবি 71 ছবির ট্রেলার

মুক্তি পেল বিদ্যুৎ জামওয়ালের নতুন স্পাই থ্রিলার 'আইবি 71' ছবির ট্রেলার ৷ 12 মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি ৷

IB 71 trailer
মুক্তি পেল আইবি 71 ছবির ট্রেলার

By

Published : Apr 24, 2023, 11:07 PM IST

মুম্বই, 24 এপ্রিল:বিদ্যুৎ জামওয়াল বলিউডে পরিচিত অ্যাকশন হিরো হিসাবেই ৷ এবারও তাঁকে দেখা চুড়ান্ত অ্যাকশন মুডে ৷ মুক্তি পেল তাঁর নতুন স্পাই থ্রিলার 'আইবি 71' ৷ দেশ আর আমজনতাকে নিরাপদে রাখতে এই ছবিতে জীবন বাজি রাখবেন বিদ্যুৎ ৷ সোমবার ছবির ট্রেলার সামনে আনলেন নির্মাতারা ৷ দুই মিনিটের এই ভিডিয়োতে বিদ্যুৎকে দেখা গিয়েছে ইন্টিলিজেন্স ব্যুরোর একজন এজেন্ট হিসাবে ৷ ছবিতে তাঁর সহ-অভিনেতা অনুপম খেরের সঙ্গে তাঁকে ভারতকে 1971 সালের পাকিস্তানি হামলা থেকে বাঁচানোর পরিকল্পনা করতে দেখা গিয়েছে ৷

বিদ্যুৎকে এখানেও পাওয়া গিয়েছে চেনা মেজাজে ৷ দুষ্টের দমনে যেমন তাঁকে দেখা গিয়েছে অগ্রণী ভূমিকা নিতে ৷ অ্যাকশন প্য়াক্ট এই ছবির পরতে পরতে রয়েছে রোমাঞ্চ ৷ ছবি নিয়ে কথা বলতে গিয়ে বিদ্যুৎ বলেন,"আইবি 71 হল সেই বিশেষ মিশনের গল্প যা আমাদের 1971 সালের ইন্দো-পাক যুদ্ধে শত্রুর থেকে এগিয়ে থাকতে সাহায্য় করেছিল ৷ আমি এই ছবির হাত ধরে আমাদের সেইসমস্ত আইবি অফিসারদের গল্পকে তুলে আনতে পেরে কৃতজ্ঞ যাঁরা ভারতে আসল নায়ক ৷ অথচ যাঁরা রয়ে গিয়েছেন অগোচরেই ৷"

এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক সন্দীপ রেড্ডি ৷ সন্দীপ এই ছবি নিয়ে বলতে গিয়ে বলেন,"গাজি অ্যাটাকের পর আইবি71 হল সেই কাহিনি যা 1971 সালের ইন্দো-পাক যুদ্ধ জয়ে আমাদের সাহায্য় করে ৷ বিদ্যুৎ আমার কাছে এই গল্পটা এনেছে দেখে আমি সত্যিই অবাক হয়েছিলাম ৷ যেভাবে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে বিদ্যুৎ এই ধরণের একটি চরিত্র বেছে নিয়েছে তার জন্য় ওর অবশ্য়ই প্রশংসা প্রাপ্য ৷"

ছবিতে অনুপম এবং বিদ্যুতের সঙ্গে দেখা যাবে বিশাল জেঠওয়াকেও ৷ টি সিরিজের গুলশন কুমার এবং রিলায়েন্স এন্টারটেইনমেন্টের ব্যানেরে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছেন বিদ্য়ুৎ এবং আব্বাস সইদ ৷ আর ছবিটির সহ-প্রযোজনার আদিত্য শাস্ত্রী, আদিত্য চৌস্কি এবং শিব চানানা ৷ এই ছবির কাহিনি লিখেছেন আদিত্য শাস্ত্রী ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 12 মে ৷

আরও পড়ুন:নতুন গান 'সনক' নিয়ে আপত্তি ওঠায় ক্ষমা চাইলেন বাদশা

ABOUT THE AUTHOR

...view details