পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 4, 2023, 11:46 AM IST

Updated : May 4, 2023, 2:58 PM IST

ETV Bharat / entertainment

Vidyut Jammwal in Kolkata: শহরে নতুন ছবির প্রচারে বিদ্যুৎ, শোনালেন তাঁর তিলোত্তমা-কানেকশনের কথা

বাবা ছিলেন কলকাতায় পোস্টিং ৷ বাবার সূত্র ধরেই তিলোত্তমা প্রাণের শহর বিদ্যুতেরও ৷ তাই তিনি নিজেই চেয়েছিলেন 'আইবি 71' ছবির প্রচার শুরু হোক এই শহর থেকে ৷ কলকাতায় পা রেখেই জানালেন অভিনেতা ৷

Vidyut Jammwal in Kolkata
আইবি 71 ছবির প্রচারে তিলোত্তমায় বিদ্যুৎ

শহরে নতুন ছবির প্রচারে বিদ্যুৎ জামওয়াল

কলকাতা, 4 মে:ছবিতে থ্রিলিং সিকোয়েন্স থেকে শুরু করে অসাধারণ সাসপেন্স, সবই রয়েছে । কথা হচ্ছে 'আই বি 71' ছবি নিয়ে । যেখানে গল্পের নায়ক মার্শাল আর্টিস্ট বিদ্যুৎ জামওয়াল । গত এপ্রিলে সামনে এসেছে ছবির ট্রেলার । এবার ছবির প্রচারে অভিনেতাকে পাওয়া গেল কলকাতায়। এই ছবির গল্প তৈরি হয়েছে '71 ভারত-পাক যুদ্ধের ইতিবৃত্ত নিয়ে এবং সেখানে আইবি অফিসারদের কতটা ভূমিকা ছিল; তা নিয়ে ৷

এদিন বিদ্যুৎ জামওয়াল কলকাতার সাংবাদিকদের সঙ্গে মোলাকাত হতেই বলেন, "আমার বাবা আর্মিতে ছিলেন । কলকাতায় পোস্টিং ছিলেন । আমি এখানকার কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়েছি। আমি যতবারই যে ছবিতে অভিনয় করেছি প্রযোজকদের বলেছি কলকাতায় ছবির প্রোমোশনে যেতে চাই আমি । কিন্তু সেটা হয়নি । এবার সেটা হল। নিজের প্রযোজনা সংস্থা বলে । আমি চেয়েছিলাম, এই ছবির প্রচার কলকাতা থেকেই শুরু হোক । পরে অন্য সব জায়গায় হবে । কলকাতা আমার খুব আবেগের জায়গা । সবার আগে আমি কালীঘাটের মন্দিরে পুজো দিই তারপর অন্য কাজে হাত দিয়েছি আজ ।" অভিনেতা আরও বলেন, "আই বি (ইন্টেলিজেন্স ব্যুরো) অফিসাররা এমনই এক কাজ করেন যে তাঁরা কী করলেন তা কাউকে বলতে পারেন না । নিজেদের মতো নিঃশব্দে কাজ করে যান । এই ছবির গল্প তাঁদেরকে নিয়ে, যাঁদের নিয়ে আগে কখনও কোনও ছবি তৈরি হয়নি বলে আমার মনে হয় । এই ছবি আমার কাছে অনেক আশা-প্রত্যাশার ।"

তিলোত্তমা প্রাণের শহর বিদ্যুতের

1971 ভারত-পাকিস্তানের যুদ্ধ উঠে এসেছে এই ছবিতে। শুধু তাই নয়, সেইসব দিনের অনেক অজানা কাহিনি এবার জানবে দর্শক । ছবিটির পরিচালনা করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক সংকল্প রেড্ডি । কাহিনি লিখেছেন আদিত্য শাস্ত্রী এবং চিত্রনাট্য করেছেন স্টোরিহাউস ফিল্মস এলএলপি । বিদ্যুৎ জামওয়ালের পাশে ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অনুপম খের, বিশাল জেঠওয়া প্রমুখ । প্রযোজনায় ভূষণ কুমার, বিদ্যুৎ জামওয়াল এবং আব্বাস সাইয়িদ । সহ-প্রযোজনা করেছেন আদিত্য শাস্ত্রী, আদিত্য চোকসি এবং শিব চানানা । 12 মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

আরও পড়ুন:শুক্রবার শুটিং ফ্লোরে আসছে দেবের 'ব্যোমকেশ', সোশাল মিডিয়ায় জানালেন অভিনেতা

Last Updated : May 4, 2023, 2:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details