মুম্বই, 19 মে:প্রথম সপ্তাহে বক্স অফিসে বড় শোরগোল ফেলতে ব্যর্থ অ্যাকশন হিরো বিদ্যুৎ জামওয়ালের নতুন ছবি 'আইবি 71' ৷ অভিনেতা নিজেই প্রযোজনার দায়িত্ব নিয়েছিলেন এই ছবির ৷ তবে প্রথম সপ্তাহ খুব ভালো গেল না বিদ্যুতের এই নতুন অ্যাকশন এন্টারটেইনারটির জন্য ৷ ইতিহাসের পাতাকে একটু একটু অন্য়ভাবে তুলে ধরার চেষ্টা করেছিল এই ছবি ৷ যে আইবি অফিসারদের আত্মত্যাগ সাধারণভাবে শিরোনামে উঠে আসে না সেই নিয়েই তৈরি এই ছবির গল্প ৷
কিন্তু প্রথম সপ্তাহ শেষে 'আইবি 71' আয় করল মাত্র 11.01 কোটি ৷ বৃহস্পতিবার মাত্র 65 লাখ টাকার ব্যবসা করেছে এই ছবি ৷ প্রথম দিন বিদ্যুৎ জামওয়ালের 'আইবি 71' খাতা খুলেছিল 1.55 কোটি টাকা দিয়ে ৷ তাহলে 'দ্য় কেরালা স্টোরি'র জন্য কী প্রভাব পড়েছে বিদ্য়ুতের এই ছবির ব্য়বসায় ? আশ্চর্য হলেও সিনে-বিশ্লেষক তরণ আদর্শ তা মনে করছেন না ৷ এই ট্রেড অ্যানালিস্ট তথা সিনে সমালোচক দাবি করেছেন, "প্রথম সপ্তাহে আইবি 71 ছবির আয় মোটামুটি ভালোই হয়েছে ৷ 'দ্য কেরালা স্টোরি'র ঝড় সয়ে নিলেও 'ফাস্ট এক্স' এই ছবির ব্যবসায় বড় প্রভাব ফেলেছে ৷"