মুম্বই, 4 জানুয়ারি:2019 সালে মুক্তি পাওয়া অ্যাকশন-থ্রিলার "ওয়ার"-এ (War) হৃত্বিক রোশনের (Hrithik Roshan) বডি ট্রান্সফরমেশন তাক লাগিয়ে দিয়েছিল তাঁর অনুরাগীদের ৷ চরিত্রের প্রয়োজনে শরীর তৈরি করার জন্য তাঁকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল ৷ তবে তার পরে হতাশায় ভোগার মতো অবস্থা হয়েছিল বলিউডের সুপারস্টারের ৷ নিজেই সে কথা জানালেন কহো না পেয়ার হ্যায় স্টার ৷ তিনি বলেন, ওয়ারের সময় তাঁর মনে হয়েছিল যেন তাঁর মৃত্যু হবে ৷
48 বছর বয়সি অভিনেতা তাঁর ফিট শরীরের জন্য বরাবর পরিচিত ৷ তিনি জানান, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত চলচ্চিত্র নির্মাণের সময় তিনি ভেবেছিলেন যে, তিনি "অ্যাড্রেনালিন ক্লান্তি"-র পর্যায়ে চলে গিয়েছেন । হৃত্বিকের কথায়, "আমি আমাদের শেষ রূপান্তরের মতো একেবারে হালকা অনুভব করছিলাম । 'ওয়ার' করার সময় আমি ভেবেছিলাম যেন মারা যাচ্ছি । আমি চলচ্চিত্রের জন্য প্রস্তুত ছিলাম না এবং আমি সত্যিই একটি বড় চ্যালেঞ্জের মুখে ছিলাম ।"
ফিটনেস প্রশিক্ষক ক্রিস গেথিনের সঙ্গে একটি পডকাস্ট সাক্ষাত্কারে হৃত্বিক রোশন বলেন, "আমি পরিপূর্ণতা অর্জনের চেষ্টা করছিলাম, যার জন্য আমি প্রস্তুত ছিলাম না । ছবিটির পরে আমি অ্যাড্রেনালিন ক্লান্তিতে পড়েছিলাম ।"