পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Hrithik Roshan: ওয়ারের সময় মনে হচ্ছিল মারা যাচ্ছি, ডিপ্রেশনে চলে গিয়েছিলাম: হৃত্বিক - ওয়ার

ওয়ারের (War) সময় মনে হচ্ছিল মারা যাচ্ছি ৷ ওই ছবির পর ডিপ্রেশনে চলে গিয়েছিলাম ৷ নিজেই এ কথা জানালেন হৃত্বিক রোশন (Hrithik Roshan)৷

Hrithik Roshan
হৃত্বিক রোশন

By

Published : Jan 4, 2023, 8:05 PM IST

মুম্বই, 4 জানুয়ারি:2019 সালে মুক্তি পাওয়া অ্যাকশন-থ্রিলার "ওয়ার"-এ (War) হৃত্বিক রোশনের (Hrithik Roshan) বডি ট্রান্সফরমেশন তাক লাগিয়ে দিয়েছিল তাঁর অনুরাগীদের ৷ চরিত্রের প্রয়োজনে শরীর তৈরি করার জন্য তাঁকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল ৷ তবে তার পরে হতাশায় ভোগার মতো অবস্থা হয়েছিল বলিউডের সুপারস্টারের ৷ নিজেই সে কথা জানালেন কহো না পেয়ার হ্যায় স্টার ৷ তিনি বলেন, ওয়ারের সময় তাঁর মনে হয়েছিল যেন তাঁর মৃত্যু হবে ৷

48 বছর বয়সি অভিনেতা তাঁর ফিট শরীরের জন্য বরাবর পরিচিত ৷ তিনি জানান, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত চলচ্চিত্র নির্মাণের সময় তিনি ভেবেছিলেন যে, তিনি "অ্যাড্রেনালিন ক্লান্তি"-র পর্যায়ে চলে গিয়েছেন । হৃত্বিকের কথায়, "আমি আমাদের শেষ রূপান্তরের মতো একেবারে হালকা অনুভব করছিলাম । 'ওয়ার' করার সময় আমি ভেবেছিলাম যেন মারা যাচ্ছি । আমি চলচ্চিত্রের জন্য প্রস্তুত ছিলাম না এবং আমি সত্যিই একটি বড় চ্যালেঞ্জের মুখে ছিলাম ।"

ফিটনেস প্রশিক্ষক ক্রিস গেথিনের সঙ্গে একটি পডকাস্ট সাক্ষাত্কারে হৃত্বিক রোশন বলেন, "আমি পরিপূর্ণতা অর্জনের চেষ্টা করছিলাম, যার জন্য আমি প্রস্তুত ছিলাম না । ছবিটির পরে আমি অ্যাড্রেনালিন ক্লান্তিতে পড়েছিলাম ।"

আরও পড়ুন:'বেশরম রং' নিয়ে বিতর্ক অব্যহত, এবার সরব চাইল্ড ওয়েলফেয়ার কমিটি

অভিনেতা আরও জানিয়েছেন যে, তিনি এই ছবি শেষ করার পরে তিন-চার মাস প্রশিক্ষণ নিতে পারেননি । হৃত্বিক জানান, "আমার ভালো লাগছিল না । আমি প্রায় বিষণ্ণতার দ্বারপ্রান্তে ছিলাম । আমি পুরোপুরি হারিয়ে গিয়েছিলাম এবং তখনই আমি জানতাম যে আমার জীবনে একটা পরিবর্তন আনতে হবে ৷"

কথোপকথনের সময়, গেথিন 2013 সালে হৃতিকের প্রশিক্ষণের কথা স্মরণ করেন এবং বলেন যে, সেই সময় "সাত মাসে একটি দিনও ছুটি নেননি হৃত্বিক ৷"

হৃত্বিক রোশনের ছবি "ওয়ার"-এ তিনি ছাড়াও মুখ্য ভূমিকায় ছিলেন টাইগার শ্রফ এবং বাণী কাপুর ৷ ছবিটি 2019 সালের অক্টোবর মাসে মুক্তি পেয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details