হায়দরাবাদ, 8 অগস্ট:তাঁর বোল্ড পোশাক এবং সাহসী ফ্যাশনের জন্য় প্রায়শই চর্চায় উঠে আসেন শার্লিন চোপড়া ৷ শার্লিনের ইনস্টাগ্রাম, টুইটার কিংবা অন্যান্য সোশাল মিডিয়ায় নজর রাখলেই মিলবে এর প্রমাণ ৷ প্রায়শই পাপারাৎজিদের সামনে তাঁর বক্তব্যের জেরেও লাইমলাইট কেড়ে নেন নায়িকা ৷ এবারও কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গে বিবাহের ইচ্ছাপ্রকাশ করে শিরোনামে উঠে এলেন তিনি ৷ তবে সঙ্গে সঙ্গে রাহুলের জন্য় একটি শর্তও দিয়েছেন তিনি ৷
কোন শর্তে বিয়ে করতে চান শার্লিন?
সোশাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে 'রাহুল গান্ধির সঙ্গে বিবাহ' সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছেন শার্লিন চোপড়া ৷ তিনি এই প্রশ্নের উত্তরে নিসংকোচে বলেন, "আরে কেন নয় ৷ তবে আমি শুধু চাই আমার পদবি চোপড়াই থাকুক ৷" শার্লিন মূলত বলিউডের ব্যস্ত মডেল ৷ তবে তাঁর একটি অন্য পরিচয়ও রয়েছে, তাঁকে বলা যেতেই পারে বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন ৷ সর্বদাই কোনও না কোনও বিতর্কে জড়িয়ে থাকেন তিনি ৷