পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Asha Still waits of Lata's Phone : আজও ভাবি লতাদির একটা ফোন ঠিক আসবে: আশা - আজও ভাবি লতাদির একটা ফোন ঠিক আসবে আশা

'নাম রহে জায়েগা'-র একটি আসন্ন পর্বে প্রিয় লতা দিদিকে শ্রদ্ধা জানাতে দেখা যাবে আশা ভোঁসলেকে ৷ শো-তে তিনি এও জানান তিনি আজও মনে করেন ঠিক একটা ফোন তিনি পাবেন তাঁর প্রিয় লতাদির কাছ থেকে (Asha Bhosle Tribute to Lata Mangeshkar )৷

I still think I will get a call from Lata di: Asha Bhosle
আজও ভাবি লতাদির একটা ফোন ঠিক আসবে: আশা

By

Published : Jun 10, 2022, 3:50 PM IST

মুম্বই, 10 জুন :গত 6 ফেব্রুয়ারি ভারত হারিয়েছে সুরের কোকিল লতা মঙ্গেশকরকে ৷ লতার মৃত্য়ু সঙ্গীতপ্রেমীদের মনে একটি শূন্যতা তো তৈরি করেছেই একইসঙ্গে গভীর শূন্যতা তৈরি করেছে বোন আশা ভোঁসলের মনেও ৷ এবার 'নাম রহে জায়েগা'-র একটি আসন্ন পর্বে দিদিকে শ্রদ্ধা জানাতে দেখা যাবে তাঁকে ৷ শোতে তিনি জানান তিনি আজও মনে করেন ঠিক একটা কল তিনি পাবেন তাঁর প্রিয় লতাদির কাছ থেকে ৷ শো-তে উঠে আসবে তাঁদের পুরোনো দিনের কথাও (Asha Bhosle Tribute to Lata Mangeshkar)৷

প্রিয় দিদি সম্পর্কে বলতে গিয়ে আশা ভোঁসলে শো-তে বলেন, "একবার লতাদি কোথাও একটা পড়েছিল যে বাবা-মার পা ধোওয়া জল খেলে আপনি জীবনে সফল হবেন ৷ তাই আমাকে একটা প্লেট আনতে বলল এবং তারপর বাবা-মার পা ধোয়া জল আমাদের চরনামৃতের মত পান করতে বলল ৷ আমরা বিশ্বাস করতাম এটা পান করলে আমরা সফল হব ৷ আমি মনে করি সেটাই কাজ করে গিয়েছে ৷"

লতা ঠিক কতখানি সাধারণ জীবন যাপন করতেন তারও একটি উদাহরণ দিয়েছেন আশা ৷ তিনি তুলে ধরেছেন তাঁদের জীবনের উত্থান পতনের কাহিনি ৷ তিনি জানান একটা সময় ছিল দিদি যখন মাত্র 80 টাকা রোজগার করতেন আর সেই টাকাতেই পাঁচজনের সংসার চলত ৷ আত্মীয়স্বজন অনেক ছিল তাঁরাও কখনও সখনও আসত সাহায্যের জন্য ৷ লতা কাউকে কখনও ফিরিয়ে দেয়নি ৷

আরও পড়ুন : কেকে বিতর্কের জের, বাংলা ছবির গান ও ইস্মার্ট জোড়ি হাত ছাড়া রূপঙ্করের

আশা বলেন, "আমি এখনও বিশ্বাস করি, আমি ঠিক একটা ফোন পাব, (ওপারের গলাটা বলবে) 'আশা কাশী আহেস তু ?'" আশা এই শো-এ শোনাবেন জীবনের আরও অনেক কাহিনি ৷ একটা সময় সঙ্গীতের দুনিয়ার সম্রাজ্ঞী ছিলেন এই দুই বোন একাধিক স্মরণীয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন তাঁরা ৷ শুধু আশা নন শো-এর এই বিশেষ পর্বে লতাকে শ্রদ্ধা জানাতে হাজির থাকবেন সোনু নিগম, অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন, নীতিন মুকেশ, নীতি মোহন, অলকা ইয়াগনিক, সাধনা সরগম, উদিত নারায়ণ, শান, কুমার সানু, অমিত কুমার-সহ মোট 18 জন গায়ক-গায়িকা ৷

ABOUT THE AUTHOR

...view details