পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Randhir Kapoor dementia: ডিমেনশিয়ায় ভুগছি না, সম্পূর্ণ সুস্থ : রণবীরের মন্তব্য উড়িয়ে দাবি রণধীরের - রণধীর কাপুরের ডিমেনশিয়া

আমি ডিমেনশিয়ায় ভুগছি না (Randhir Kapoor and Ranbir Kapoor) ৷ সম্পূর্ণ সুস্থ আছি ৷ রণবীর কাপুরের (Ranbir Kapoor dementia) দাবি উড়িয়ে এ কথা বললেন রণধীর কাপুর (Randhir Kapoor dementia) ৷

I am NOT Suffering From Dementia, Ranbir Kapoor is Entitled to Say What he Wants: Randhir Kapoor
ডিমেনশিয়ায় ভুগছি না, সম্পূর্ণ সুস্থ : রণবীরের দাবি উড়িয়ে বললেন রণধীর

By

Published : Apr 1, 2022, 12:32 PM IST

মুম্বই, 1 এপ্রিল: ডিমেনশিয়ায় আক্রান্ত বলিউডের প্রবীণ অভিনেতা রণধীর কাপুর (Randhir Kapoor dementia) ৷ সম্প্রতি শর্মাজি নমকিনের প্রচারে একটি সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন তাঁর ভাইপো রণবীর কাপুর (Ranbir Kapoor dementia) ৷ তিনি জানান, রণধীর কাপুর বর্তমানে ডিমেনশিয়ার প্রাথমিক স্তরে রয়েছেন ৷ এই খবর শুনে চিন্তায় পড়ে যান তাঁর ভক্তরা ৷ তবে এ বিষয়ে ধোঁয়াশা কাটিয়ে রণধীর কাপুর নিজে এবার মুখ খুলেছেন ৷ তাঁর আবার দাবি, তিনি ডিমেনশিয়ায় আক্রান্ত নন ৷ বরং সুস্থই আছেন ৷

ই-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে করিনা কাপুরের বাবা বলেছেন, "এরকম কিছু হয়নি ৷ আমি সম্পূর্ণ সুস্থ আছি ৷ কিছুদিন আগে (2021 সালের এপ্রিলে) আমার কোভিড হয়েছিল ৷" রণবীর কাপুর (Randhir Kapoor and Ranbir Kapoor) কেন তাঁর সম্পর্কে এ কথা বললেন সেই প্রশ্ন করলে রণধীর কাপুরের জবাব, "রণবীরের মর্জি ৷ ও যেটা চায় সেটাই বলতে পারে, এটাই নিয়ম (Ranbir Kapoor is Entitled to Say What he Wants) ৷"

আরও পড়ুন:Madhuri Dixit On Kacha Badam : 'কাঁচা বাদাম' গানে নাচলেন মাধুরী-রীতেশও

তাঁর বাবা ঋষি কাপুরের শেষ ছবি শর্মাজি নমকিন নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রণবীর তাঁর কাকার ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার কথা বলেছিলেন ৷ সাওয়ারিয়া স্টার বলেন, "আমার কাকা রণধীর কাপুর ডিমেনশিয়ার প্রথমিক স্তরে রয়েছেন ৷ এই ছবি হওয়ার পর তিনি আমার কাছে এসেছিলেন ৷ বলেছিলেন যে, 'বাবাকে বলো, তিনি দারুণ ৷ তিনি যেখানেই থাকুন, তাঁকে ডেকে আন ৷' যে কোনও মেডিক্যাল পরিস্থিতির সীমানাকে অতিক্রম করে শিল্প ৷"

তিনি ঋষি কাপুরের বিষয়ে কিছু বলেছিলেন কি না সেই প্রশ্ন করা হলে রণধীর কাপুর বলেন, "আমি এ রকম কিছু বলিনি ৷ আমি সবে গোয়া থেকে ফিরেছিলাম ৷ গোয়ার উৎসবে গিয়েছিলাম ৷"

আরও পড়ুন:Fake News on Ranjit Mallick : ফের রঞ্জিত মল্লিকের অসুস্থ হওয়ার ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায়

ABOUT THE AUTHOR

...view details