পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kareena Kapoor Khan: 'আর নয়'! জনসংখ্যায় যথেষ্ট অবদান রেখেছে সইফ, মা হওয়ার 'গুজব' ওড়ালেন করিনা - দেশের জনসংখ্যায় আগেই যথেষ্ট বেশি অবদান রয়েছে সইফের আর নয় মা হওয়ার গুজবে জবাব করিনার

তিনি মা হচ্ছেন না ৷ নেটিজেনদের তীব্র জল্পনায় ইতি টেনে জানিয়ে দিলেন করিনা কাপুর (Kareena Kapoor Khan Pregnancy rumours ) ৷ নিজের ইনস্টা স্টোরিতে মঙ্গলবার তিনি লেখেন, এটা পাস্তা এবং ওয়াইন বন্ধুরা...শান্ত হোন...আমি গর্ভবতী নই...উফ...সইফ বলেছে ইতিমধ্যেই আমাদের দেশের জনসংখ্যায় ও যথেষ্ট বেশি অবদান রেখে ফেলেছে..."

Kareena kapoor khan
'আর নয়'! জনসংখ্যায় আগেই যথেষ্ট বেশি অবদান রেখেছি বলেছে সইফ, মা হওয়ার গুজবে জবাব করিনার

By

Published : Jul 20, 2022, 11:03 AM IST

মুম্বই, 20 জুলাই:স্বামী সইফ আলি খানকে নিয়ে সম্প্রতি বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী করিনা কাপুর খান ৷ সেখান থেকে বেশ কিছু ছবিও সোশাল মিডিয়ায় অনুরাগীদের উদ্দেশ্যে ভাগ করে নিয়েছিলেন এই নায়িকা ৷ কিন্তু তা যে এমন তুমুল জল্পনার জন্ম দেবে তা কি কেউ জানত ! নেটিজেনদের একাংশের দাবি ছবিতে বেবি বাম্প দেখা গিয়েছে করিনার ৷ তবে কি ফের একবার মা হতে চলেছেন অভিনেত্রী ? তৈমুর আলি খান এবং জাহাঙ্গির আলি খানের নতুন খেলার সঙ্গী আসতে চলেছে খান পরিবারে ?

অবশেষে এই প্রশ্ন নিয়ে মুখ খুললেন বেবো (Kareena Kapoor Khan Pregnancy rumours)৷ অভিনেত্রী অবশ্য বিষয়টিকে খুব হালকা ভাবেই উড়িয়ে দিয়েছেন ৷ একেবারে ঠাট্টার মেজাজে অথচ শাণিত ব্যাঙ্গে নেটিজেনদের তাঁর উত্তর শুনিয়েছেন করিনা ৷ নিজের ইনস্টা স্টোরিতে মঙ্গলবার তিনি লেখেন, "এটা পাস্তা এবং ওয়াইন বন্ধুরা...শান্ত হোন...আমি গর্ভবতী নই...উফ...সইফ বলেছে ইতিমধ্যেই আমাদের দেশের জনসংখ্যায় ও যথেষ্ট বেশি অবদান রেখে ফেলেছে..."

নেটিজেনদের তীব্র জল্পনায় ইতি টেনে জানিয়ে দিলেন করিনা কাপুর

প্রসঙ্গত, এবারের গ্রীষ্মের ছুটিটা লন্ডনেই উপভোগ করছিলেন সইফ-করিনা ৷ সেখান থেকেই প্রকাশ্য়ে আসে এই ছবি ৷ এর আগে ফারহান পত্নী শিবাণী দান্দেকরকে নিয়েও এই ধরনের জল্পনা আগুনের মত ছড়িয়ে পড়েছিল নেটপাড়ায় ৷ পরে সেই বিষয়টি পুরোপুরি খণ্ডন করেন অভিনেত্রী ৷ করিনা, শিবাণী শুধু নয়, অভিনেত্রী কাজলকে নিয়েও একই গুজব রটেছিল নেটপাড়ায় ৷

আরও পড়ুন: সৈকতে দাঁড়িয়ে করিনাকে চুমু সইফের, লন্ডনে রোম্যান্টিক তারকা জুটি

কয়েকদিন পরেই করিনাকে দেখা যাবে সুজয় ঘোষের 'The Devotion of Suspect X' ওয়েব সিরিজে ৷ এছাড়া লাল সিং চাড্ডা ছবিতেও ফের একবার আমির খানের সঙ্গে পর্দায় আসছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details