কলকাতা, 11 ডিসেম্বর:এই প্রথমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির মনোজ বাজপেয়ী । আর সেখান থেকেই তিনি জানিয়ে দিলেন বাংলা ছবিতে অভিনয়ের প্রতি তাঁর আগ্রহের কথা ৷ জানালেন, অন্যান্য ভাষার ছবির মতোই চুটিয়ে বাংলা ছবিও দেখেন ৷
29তম 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এর সপ্তম দিনে নন্দনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসে সিনেমা, থিয়েটার এবং ওয়েব সিরিজ নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন মনোজ বাজপেয়ী । একাধিক হিন্দি, তামিল এবং তেলুগু ভাষার ছবিতে কাজ করেছেন তিনি । বাংলা ছবির জন্য অফার পেলে তিনি রাজি আছেন কি না জানতে চাইলে অভিনেতা বলেন, "তামিল, তেলুগুর থেকে অনেক সহজ বাংলা ভাষা । তাই বাংলা ভাষার সিনেমাতে কাজ করার ইচ্ছে আছে, যদি কোনও পরিচালক আমাকে সুযোগ দেন ।"
বাংলা সিনেমা দেখা হয় তাঁর ? মনোজ বলেন, "আমি হিন্দি ছবি সবথেকে কম দেখি । তার থেকে অন্য ভাষার ছবি বেশি দেখি । বাংলাও আছে তাতে ।" মনোজ বাজপেয়ীর ওয়েব সিরিজের তালিকায় রয়েছে 'দ্য ফ্যামিলি ম্যান', 'সিক্রেটস টু সিনাউলি', 'রে'। উল্লেখ্য, আজও ওয়েবের উপরে সেন্সরের হাত পড়েনি । যে দিন পড়বে বা আদৌ যদি পড়ে তাহলে ওয়েবের ভবিষ্যৎ কী ? অভিনেতা বলেন, "ওয়েব সে দিন মারা যাবে ।" থিয়েটারের মঞ্চ থেকেই শুরু হয় তাঁর অভিনয়ের কেরিয়ার । থিয়েটার প্রসঙ্গে তাঁর আক্ষেপ, "আমরা থিয়েটার শিল্পের প্রতি যত্নশীল নই ।" হাসিমুখে এমনই নানা প্রশ্নের জবাব দেওয়ার পর মনোজ বাজপেয়ীর কবিতা দিয়ে শেষ হয় সাংবাদিক সম্মেলন ।