মুম্বই,29 জুলাই:বলিউডের 'বাজিরাও' রণবীর সিং-এর নগ্ন ফটোশ্য়ুট নিয়ে চর্চার অন্ত নেই নেটপাড়ায় ৷ তাঁর এই সাহসী পদক্ষেপের কারণে ইতিমধ্যেই আইনি জটিলতার ফাঁদেও পড়তে হয়েছে রণবীর সিংকে ৷ একদিকে যেমন মুম্বইয়ের চেম্বুর থানায় দায়ের হয়েছে দু'টি এফআইআর তেমনই আবার মহারাষ্ট্র রাজ্য মহিলা কমিশনের কাছেও অভিযোগ জমা পড়েছে ৷ তবে একইসঙ্গে রণবীরের সমর্থনে মুখ খুলেছেন একাধিক বলিউড সেলিব্রেটিরাও ৷ আলিয়া ভাট, রামগোপাল বর্মা থেকে শুরু করে রণবীরের জন্য় সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন অর্জুন কাপুর, রিচা চাড্ডা, স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্য়প-সহ আরও অনেকেই ৷
এবার পর্দার বাজিরাওয়ের সমর্থনে এগিয়ে এলেন বলিউডের বেগমজানও (Vidya Balan on nude photoshoot of Ranveer Singh)৷ বিদ্যা বালন অবশ্য এই নিয়ে নিজের বয়ান রেখেছেন একটু ব্যঙ্গের ছলে ৷ তাঁর কথায়, 'সমস্যা কী, এই প্রথম কোনও পুরুষ এমন করছেন.. আমাদেরও তো একটু দেখে নিতে দিন ।' শুধু পর্দাতেই তিনি ছকভাঙা চরিত্রে অভিনয় করতে ভালবাসেন তা নয়, বাস্তবে তাঁর বক্তব্যের ক্ষেত্রে বেশ চাঁচাছোলা কথা বলতেই ভালোবাসেন বিদ্যা ৷