হায়দরাবাদ, 31 জুলাই:আগামী বছরের শুরুতেই পর্দায় শোরগোল ফেলতে আসছে অনিল কাপুর এবং হৃতিক রোশন জুটি ৷ নেপথ্যে পরিচালক সিদ্ধার্থ আনন্দ ৷ ছবির নাম 'ফাইটার' ৷ সিদ্ধার্থ-হৃতিক জুটি মানেই অ্যাকশন, থ্রিল এবং টানটান উত্তেজনায় ভরা সিকোয়েন্স ৷ সেই স্বপ্ন দেখাচ্ছে 'ফাইটার'ও ৷ ইতিমধ্যেই সামনে এসেছে ছবির দু'টি পোস্টার ৷ একটিতে দেখা গিয়েছে হৃতিকের লুকও ৷ অভিনেতাকে দেখা যাবে বায়ুসেনার অফিসারের ভূমিকায় ৷ সোমবার তাঁর এই নতুন ছবির পরিচালকের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে একটি সুন্দর নোট লিখলেন হৃতিক ৷
ইনস্টা স্টোরিতে এদিন 'ফাইটার' ছবির শুটিংয়ের কিছু মুহূর্ত শেয়ার করেছেন অভিনেতা ৷ পরিচালকের সঙ্গে হৃতিকের রসায়ণের কিছু ঝলকও চোখে পড়েছে ছবিগুলিতে ৷ আর সঙ্গে হৃতিক লিখেছেন, "একজন নির্মাতা, বন্ধু আর আমার সব ক্রিয়েটিভ বিতর্কের ক্ষেত্রে সবচেয়ে প্রিয় 'ফাইটার' ৷ শুভ জন্মদিন সিড ৷ তুমি আরও অনেক উঁচুতে ডানা মেল আর আকাশ স্পর্শ করে এসো ৷ ভালোবাসা বন্ধু ৷" সিদ্ধার্থের এই নয়া ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও ৷