পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Hrithik on Remarriage: 'পুনরায় বিয়ের কথা ভাবতেই পারি না', সুজানের সঙ্গে বিচ্ছেদের পর বলেছিলেন হৃত্বিক - হৃত্বিক রোশনের পুনর্বিবাহ

সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর পুনরায় বিয়ের বিষয়ে একটি পুরনো সাক্ষাৎকারে খোলামেলা কথা বলতে দেখা গিয়েছে হৃতিক রোশনকে ৷

Hrithik Roshan ETv bharat
হৃতিক রোশন

By

Published : Apr 12, 2023, 7:44 PM IST

Updated : Apr 12, 2023, 10:26 PM IST

হায়দরাবাদ, 12 এপ্রিল:পুনরায় বিয়ে করার কথা কিছু ভাবছেনই না ৷ সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে অকপটে এ কথা বলেছিলেন বলিউডের অভিনেতা হৃত্বিক রোশন ৷ তাঁর একটি পুরনো ভিডিয়ো অনলাইনে প্রকাশিত হয়েছে ৷ সেখানেই তাঁকে পুনরায় বিয়ের বিষয়ে সোজাসাপটা কথা বলতে দেখা গিয়েছে ৷

হৃতিক এবং সুজান 2000 সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ৷ 2014 সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয় । কোই মিল গয়া অভিনেতা বর্তমানে অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে ডেটিং করছেন ৷ দু'জন শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন বলে গুঞ্জন চলছে বলি পাড়ায় ৷ এই সময়ই প্রকাশিত হয়েছে তাঁর পুরনো ভিডিয়োটি ৷

2017 সালের একটি সাক্ষাত্কারে হৃতিক রোশনকে প্রশ্ন করা হয়েছিল যে, সুজানের সঙ্গে বিচ্ছেদ তিনি কীভাবে হ্যান্ডেল করেছিলেন ? স্পটলাইটের কারণে এই বিচ্ছেদ কি তাঁদের পক্ষে কঠিন ছিল ? হৃত্বিক জবাবে বলেন, "আমি এই একটি দিক নিয়ে ভাবিনি ৷ হ্যাঁ বলতে চাই না, এটি একজন সেলিব্রিটির জন্য কঠিন ৷ কারণ এমন আরও অনেক জিনিস রয়েছে যেখানে একজন সেলিব্রিটির সুবিধা রয়েছে ৷"

সময়ের সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিয়ের ব্যাপারে তাঁর ভাবনাচিন্তা কী হবে, সে বিষয়েও কথা বলেন হৃতিক । তিনি বলেন, "আমি এখনই পুনরায় বিয়ে করার কথা কল্পনাও করতে পারি না । আমি সন্তুষ্ট বোধ করছি । এই নিয়ে বর্তমানে কোনও কিছু ভাবিনি । মানুষের চাহিদা খুব বেশি নয়, আমি খুঁজে পেয়েছি । স্বাধীন এবং স্বনির্ভর হওয়া বেশিরভাগ সময়ই সম্ভব । কিন্তু আরও একবার বিয়ে, কেউ নিশ্চিত নয় । এমনকী আপনার নিজের কথাও সত্যি বলে বিশ্বাস করা যায় না । আমি হয়তো দুই বছর পর ভিন্ন কিছু বলতে পারি এবং সেই দ্বন্দ্বের মধ্যেই সময় এগোতে পারে ।"

হৃতিক রোশন আগে বলেছিলেন যে, তিনি জীবনে অনেক বেশি বিশ্বাস করেছেন । একটি পরিস্থিতির অর্থ একটি জিনিস হতে পারে, আবার অন্য কিছুও হতে পারে । তিনি বলেন, "আমার সর্বশ্রেষ্ঠ জয় এই ভাবে এসেছে ৷ আমি নিজেকে আজ একজন মহান নৃত্যশিল্পী হিসেবে ভাবি । তবে এটি সেখান থেকে শুরু হয়েছিল যখন একজন ডাক্তার আমাকে বলেছিলেন যে, আমি আর কখনও নাচতে পারব না । আমার কান্না পেয়ে গিয়েছিল ৷ তিনি দাবি করেছিলেন যে আমার পিঠে এবং হাঁটুতে স্কোলিওসিস হয়েছে । এ রকম অসংখ্য নজির রয়েছে ।"

সুজান খান এবং হৃতিক রোশন 2000 সালের ডিসেম্বরে বিয়ে করেন ৷ তাঁদের দুই পুত্র হৃহান এবং হৃধন রোশনের জন্ম হয় যথাক্রমে 2006 ও 2008 সালে । বর্তমানে অভিনেতা আর্সলান গনি ও সুজান একসঙ্গে রয়েছেন ।

আরও পড়ুন:বোমা বিস্ফোরণের দৃশ্যে দুর্ঘটনা, শুটিং চলাকালীন মুখে-হাতে গুরুতর আঘাত লাগল সঞ্জয় দত্তের

Last Updated : Apr 12, 2023, 10:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details