পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Hrithik Roshan: মেট্রোয় জার্নি হৃত্বিকের, 'গ্রিক গড'কে সামনে থেকে দেখে চক্ষু চড়কগাছ অনুরাগীদের - ফাইটার

সঠিক সময়ে গন্তব্যে তথা শুটিং স্পটে পৌঁছতে নিজের চার চাকা ছেড়ে মেট্রোতে জার্নি করলেন হৃত্বিক রোশন ৷ অনুরাগীরা সেই ছবি ও ভিডিয়ো দেখে আপ্লুত ৷

Etv Bharat
মেট্রোয় সওয়ার হৃত্বিক

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 6:15 PM IST

Updated : Oct 13, 2023, 7:48 PM IST

হায়দরাবাদ, 13 অক্টোবর: চার চাকা ছেড়ে এবার মেট্রোতে যাতায়াত শুরু করলেন বলিউডের 'গ্রিক গড'৷ শুটিংয়ের কাজে সকালে পৌঁছতে হবে তাড়াতাড়ি ৷ আর তাই বিলাসী গাড়ি নয়, মেট্রোতেই ভরসা রাখলেন অভিনেতা হৃত্বিক রোশন ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি আসতেই তা নিমেষে ভাইরাল ৷

শুক্রবার সোশাল মিডিয়ায় মেট্রো জার্নির ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন ওয়ার অভিনেতা ৷ তিনি ক্যাপশনে লিখেছেন, "আজ কাজের যাওয়ার জন্য মেট্রো ধরলাম ৷ মিষ্টি অনুরাগীদের সঙ্গে দেখা হল ৷ তাঁদের সঙ্গে সুন্দর একটা মুহূর্ত কাটালাম৷ আর সেই জার্নিটা ছিল খুব সুন্দর ৷ গরম থেকে বাঁচা গেল আবার ট্রাফিক থেকেও রক্ষা পেলাম ৷ আজ আমার একটা অ্যাকশন দৃশ্যের শুট রয়েছে ৷ তাই সময় বাঁচাতে মেট্রোই ভরসা ৷"

তারকার বিলাসবহুল গাড়ি ছেড়ে মেট্রো সফর দেখে চমকে গিয়েছেন অনুরাগীরাও ৷ যতক্ষণ তিনি মেট্রোতে ছিলেন ততক্ষণ তাঁর অনুরাগীদের সঙ্গে কথা বলেছেন, তাঁদের সঙ্গে ছবিও তুলেছেন ৷ শুধু তাই নয়, বয়স্কা এক অনুরাগীর সঙ্গে ছবি তুলে তা নিজের সোশাল অ্যাকাউন্টে পোস্ট করেছেন হৃত্বিক ৷ একজন সাধারণ মানুষের মতো মেট্রোতে বলিউড তারকার এই জার্নি দেখে আপ্লুত নেটিজেনরাও ৷

সম্প্রতি ইতালিতে 'ফাইটার' ছবির শুটিং শেষ করেছেন হৃত্বিক রোশন ৷ সেখানে দীপিকা পাড়ুকোনের সঙ্গে একটি গানের দৃশ্যে শুট করেছেন অভিনেতা ৷ সেই ছবি সোশাল প্ল্যাটফর্মে আসতেই মুহূর্তে ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে ৷ পাশাপাশি, তারকাদের ক্যানডিড সেলফিও হয় ভাইরাল ৷

আরও পড়ুন: প্রভাসের সঙ্গে বিরোধে না! পিছোতে পারে শাহরুখের 'ডাঙ্কি' মুক্তি

'ফাইটার' ছবির প্রথম ঝলক আসে স্বাধীনতা দিবসের দিন ৷ মোশন পোস্টারে দেখা যায় বিমান উড়ে যাচ্ছে এবং ছবির তিন প্রধান চরিত্র হৃত্বিক রোশন, দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুর এগিয়ে আসছেন বায়ুসেনার পোশাকে ৷ 250 কোটি টাকার বাজেটে তৈরি হচ্ছে এই ছবি ৷ 'ফাইটার' মুক্তি পাবে আগামী বছর 25 জানুয়ারি ৷

Last Updated : Oct 13, 2023, 7:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details