পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Hrithik-Saba in Paris: অ্যান ইভনিং ইন প্যারিস ! প্রেমের শহরে সাবাকে নিয়ে লং ড্রাইভে হৃতিক - Hrithik Saba in Paris

প্রেমিকা সাবা আজাদকে সঙ্গে নিয়ে বর্তমানে প্যারিসে রয়েছেন অভিনেতা হৃতিক রোশন ৷ প্রেমের শহরে আনন্দেই সময় কাটাচ্ছেন জুটিতে ৷ ক্যাব্রিওলেট গাড়িতে হৃতিকের সঙ্গে তাঁর লং ড্রাইভের কিছু ঝলকও শেয়ার করলেন সাবা (Hrithik Roshan Saba Azad in Paris)৷

Hrithik Roshan Saba Azad in Paris
প্রেমের শহরে লেডি লাভ সাবাকে নিয়ে লং ড্রাইভে হৃতিক

By

Published : Jul 9, 2022, 6:44 PM IST

মুম্বই, 9 জুলাই:বলি তারকা হৃতিক রোশন বর্তমানে রয়েছেন প্যারিসে ৷ আর খবর অনুযায়ী তিনি একা নন, সঙ্গে রয়েছেন তাঁর প্রেমিকা সাবা আজাদও ৷ সাবার শেয়ার করা সাম্প্রতিক একটি ভিডিয়োতেই দেখা গিয়েছে এই ছবি ৷ প্রেমের শহরে আনন্দেই সময় কাটাচ্ছেন এই জুটি ৷ বছরের শুরুতেই নিজেদের সম্পর্কে মোটামুটিভাবে সিলমোহর দিয়ে দিয়েছিলেন এই তারকা জুটি ৷ আর এবার একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গেল কপোত-কপোতীকে (Hrithik Roshan Saba Azad in Paris)৷

শুক্রবার নিজের ইনস্টা হ্যান্ডেলে যে ভিডিয়ো শেয়ার করেছেন সাবা, তাতে দেখা গিয়েছে ক্যাব্রিওলেট গাড়িতে হৃতিকের সঙ্গে তাঁর লং ড্রাইভের কিছু ঝলক ৷ ভিডিয়োর ক্যাপশনে ফরাসি ভাষায় সাবা লিখেছেন, এটা ঠিক এইরকমই ৷ এর আগে সাবার জন্য ফটোগ্রাফারও হতে হয়েছিল পর্দার এই নায়ককে ৷ হৃতিকের তোলা ছবিটি নিজের ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন সাবা ৷ ছবিতে দেখা যায় গালে হাত দিয়ে বসে রয়েছেন তিনি আর সামনে রয়েছে কফির কাপ ৷ ক্যাপশনে তিনি লিখেছিলেন, "আমার সেলফিও না আর আমার কফিও না ৷ ছবি তুলেছে হৃতিক ৷"

আরও পড়ুন : আলিয়া নন, বাণীর বাহুলগ্না হয়ে কেমিস্ট্রির নতুন পাঠ পড়াচ্ছেন রণবীর

হৃতিক আগামীতে বড় পর্দায় দেখা যাবে 'বিক্রম বেদা' ছবিতে ৷ ভারতীয় লোককথা বিক্রম-বেতালের গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি ৷ একজন কড়া পুলিশ অফিসার ততোধিক কঠিন এক গ্যাংস্টারকে ধরতে কী কী করেন, সেই গল্পই বলবে 'বিক্রম বেদা' ৷ পুলিশ অফিসার বিক্রমের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে ৷ 30 সেপ্টেম্বর পর্দায় আসবে এই ছবি ৷

ABOUT THE AUTHOR

...view details