পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Saba Cheer up Hrithik: খালি গায়ে ছবি পোস্ট হৃতিকের ! 'গো নিনজা ' লিখলেন সাবা - খালি গায়ে ছবি পোস্ট হৃতিকের গো নিঞ্জা লিখলেন সাবা

হৃতিক রোশন সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর বেশ কিছু পুরোনো ছবি ৷ ছবিগুলিতে তাঁকে দেখা গিয়েছে খালি গায়ে ৷ ছবি দেখে ফ্য়ানেদের পাশাপাশি চুপ থাকতে পারলেন না সাবা আজাদও (Saba Azad on Hrithik Roshan shirtless pics )৷

Saba Cheer up Hrithik
খালি গায়ে ছবি পোস্ট হৃতিকের! 'গো নিঞ্জা' লিখলেন সাবা

By

Published : Aug 5, 2022, 7:57 PM IST

মুম্বই, 5 অগস্ট: বলিউড 'হাঙ্ক' হৃতিক রোশন সম্প্রতি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর বেশ কিছু পুরোনো ছবি ৷ তাঁর এই থ্রো-ব্যাক ছবির সিরিজটি দেখার পর থেকে রীতিমতো উত্তেজিত ফ্য়ানেরা ৷ তাঁর বডি ফিটনেস, অ্যাবস এমনিতেই মুগ্ধ করে ফ্যানেদের ৷ তার ওপর এই ছবিগুলিতে তাঁকে দেখা গিয়েছে খালি গায়ে ৷ এসব দেখে ফেলুদার গল্পে গুণময় বাগচির সেই কথপোকথন (এদিকে চারশো, ওদিকে চারশো...) মনে পড়ে যেতেই পারে বাঙালি অনুরাগীদের ৷

যাই হোক, হৃতিকের এই থ্রো-ব্যাক ছবিগুলিতে তাঁকে দৌড়াতে দেখা গিয়েছে তাঁর ট্রেনার ক্রিস গ্রিথিংয়ের সঙ্গে ৷ ছবিগুলি ইতিমধ্যেই এক মিলিয়নেরও বেশি লাইক পেয়ে গিয়েছে ৷ পোস্টের ক্যাপশনে হৃতিক তাঁর ট্রেনারকে উদ্দেশ্য় করে লিখেছেন, "ক্রিস গ্রিথিং তুমি কি রেডি...আমি নই ৷ ফাইটার মোডে আবারও ফিরে যেতে চাই ৷"

তাঁর এই পোস্টের তলায় কমেন্টেরও বন্যা বইয়ে দিয়েছেন ফ্য়ানেরা ৷ বেশিরভাগ ক্ষেত্রেই ফায়ার বা আগুনের ইমোজি ব্যবহার করেছেন নেটিজেনরা ৷ এমনকী ফিটনেস ফ্রিক অ্যাকশন হিরো টাইগার শ্রফও এই ছবির নীচে ফায়ার ইমোজি পোস্ট করেছেন ৷ চুপ থাকতে পারেননি হৃতিকের প্রেমিকা সাবা আজাদও (Saba Azad on Hrithik Roshan shirtless pics)৷ হৃতিককে উৎসাহ দিয়ে তিনি লেখেন, "হ্যাঁ তুমি রেডি...তুমি জন্মেছই প্রস্তুত হয়ে!! গো নিনজা !!"

হৃতিক রোশন সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর বেশ কিছু পুরোনো ছবি

আরও পড়ুন:'হত্যামঞ্চ' নিয়ে ইটিভি ভারতের আড্ডায় ব্যোমকেশ সত্যবতী

হৃতিক এবং সাবাকে নিয়ে চর্চা বেশকিছু দিন ধরেই চলছে ৷ এর আগে করণ জোহরের 50তম জন্মদিনের পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের ৷ আবার কয়েকদিন আগেই ইউরোপে ছুটি কাটিয়েও ফিরেছেন তাঁরা ৷ এই ট্যুরে সাবারা যে ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন তা তাঁদের সম্পর্কে সিলমোহর দেওয়ারই নামান্তর ৷ আগামীতে হৃতিককে পর্দায় দেখা যাবে সইফ আলি খান এবং রাধিকা আপ্তের সঙ্গে 'বিক্রম বেদা' ছবিতে ৷

ABOUT THE AUTHOR

...view details