পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Fighter First Look Out: কবে মুক্তি পাচ্ছে 'ফাইটার', প্রথম লুক শেয়ার করে জানালেন হৃত্বিক - ফাইটার ছবির প্রথম লুক

সামনে গোধূলি আকাশ ৷ বায়ুসেনা অফিসারের পোশাক পরে বলিউডের গ্রিক গড ৷ সামনে এল 'ফাইটার' ছবির প্রথম ঝলক ৷ পাশাপাশি জানা গেল ছবি মুক্তির তারিখও ৷

Fighter First Look Out
প্রকাশ্যে 'ফাইটার' ছবির প্রথম লুক

By

Published : Jun 26, 2023, 6:25 PM IST

মুম্বই, 26 জুন: প্রতীক্ষার অবসান ৷ সামনে এল 'ফাইটার' ছবির প্রথম ঝলক ৷ পাশাপাশি হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোনের 'ফাইটার' কবে আসছে, জানালেন খোদ অভিনেতা ৷ সোমবার টুইটার হ্যান্ডেলে হৃত্বিক 'ফাইটার' ছবির একটি দৃশ্য শেয়ার করেছেন ৷ পোস্টে জানিয়েছেন ছবি মুক্তির দিনও ৷

'পাঠান' ছবির মেগা সাফল্যের পরেই পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়ে দিয়েছিলেন হৃত্বিকের সঙ্গে আগামী ছবির কথা ৷ হৃত্বিকের সঙ্গে জুটি বেঁধে 'ফাইটার' পরিচালকের তৃতীয় ছবি ৷ এর আগে 'ব্যাং ব্যাং' ও 'ওয়ার' ছবিতে কাজ করেছেন দু'জনে ৷

সোমবার ইনস্টাগ্রামে বলিউডের গ্রিক গড হৃত্বিক ফাইটার ছবির প্রথম লুক সামনে এনেছেন ৷ ছবিতে তাঁকে দেখা গিয়েছে বায়ুসেনার পোশাকে ৷ ছুঁয়ে রয়েছেন বিশাল আকারের একটি ফাইটার জেট ৷ ছবি দেখেই বোঝা যায়, লড়াইয়ের জন্য তৈরি ফাইটার ৷ পিছন থেকে তোলা এই ছবিটি শেয়ার করে পোস্টে হৃত্বিক লিখেছেন, "হ্যাশট্যাগ ফাইটার ৷ # 25 জানুয়ারি 2024 ৷ # ফাইটার মুক্তির বাকি সাত মাস ৷"

সামাজিক মাধ্যমে ছবিটি আসতেই তা ভাইরাল হয়ে যায় নিমেষে ৷ ছবি দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ মন্তব্য এসেছে বলিউড তারকারাও ৷ জোয়া আখতার পছন্দ করেছেন 'ফাইটার'-এর প্রথম লুক ৷ অন্যদিকে এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র অনিল কাপুর 'ফাইট' ইমোজি ব্যবহার করেছেন ৷ এছাড়াও ছবিতে রয়েছেন করণ সিং গ্রোভার ৷

অ্যাকশন ও স্টান্ট ডিরেক্টর পরভেজ শেখ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছবিটি পাওয়ার প্যাকড অ্যাকশন ছবি হতে চলেছে ৷ এই ছবিতে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে পাঠান-এর থেকে এক ধাপ আগে ৷ আকাশ পথে ফাইটার জেটের যুদ্ধ এখন পর্যন্ত খুব কম ভারতীয় সিনেমায় তুলে ধরা হয়েছে ৷ তাই এই ছবি হতে চলেছে 'বিগার দ্যান এভার' ৷

আরও পড়ুন: অরিজিতের কণ্ঠে রিক্রিয়েট হল পাকিস্তানি গান 'পাসুরি নু', মুক্তির পর শ্রোতামহলে মিশ্র প্রতিক্রিয়া

প্রসঙ্গত, 'ফাইটার' প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের সেপ্টেম্বরে ৷ তারও আগে ঠিক হয়েছিল চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পাবে ৷ কিন্তু শাহরুখ খানের 'পাঠান'-এর সঙ্গে ক্ল্যাশ হওয়ায় পিছিয়ে যায় 'ফাইটার' মুক্তির দিন ৷ ছবির নির্মাতার জানিয়েছেন, যে সকল বায়ুসেনা অফিসার দেশের জন্য প্রাণ দিয়েছেন, দেশের হয়ে যুদ্ধ করেছেন এই ছবি তাঁদেরকে উৎসর্গ করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details