পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Vikram Vedha New Song: হৃতিকের নাচে মাতল নেটপাড়া, নতুন ট্রেন্ডিং 'অ্যালকোহলিয়া' - হৃতিকের নাচের নেশায় মাতল নেটপাড়া

গত শনিবার মুক্তি পেয়েছে হৃতিক-সইফের আগত ছবি 'বিক্রম বেদা'-র নতুন গান 'অ্যালকোহলিয়া' ৷ মুক্তি পেতে না পেতেই দর্শকদের আকর্ষণের কারণ হয়ে উঠেছে এই গানটি ৷ এমনকী সোশাল মিডিয়াতেও এখন ট্রেন্ড এই গান (Vikram Vedha New Song)৷

Vikram Vedha New Song
হৃতিকের নাচের নেশায় মাতল নেটপাড়া, নতুন ট্রেন্ডিং 'অ্যালকোহলিয়া'

By

Published : Sep 19, 2022, 2:15 PM IST

Updated : Sep 19, 2022, 3:25 PM IST

মুম্বই, 19 সেপ্টেম্বর:গত শনিবার মুক্তি পেয়েছে হৃতিক-সইফের আসন্ন ছবি 'বিক্রম বেদা'-র নতুন গান 'অ্যালকোহলিয়া'৷ আদ্যোন্ত এই নাচের গান নিয়ে উৎসাহ এখন রীতিমতো তুঙ্গে ৷ মুক্তি পেতে না পেতেই দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এই গান ৷ হৃতিকের দারুণ নাচ যে আলাদাই মাত্রা যোগ করেছে তা বলাই বাহুল্য (Hrithik Roshan New Movie Song Alcoholia)৷ 'অ্যালকোহলিয়া' গানটি লিখেছেন মনোজ মুন্তাসির ৷ এমনকী সোশাল মিডিয়াতেও এখন ট্রেন্ড এই গান ৷ সুর দিয়েছেন বিশাল, শেখর ৷ গেয়েছেন বিশাল, শেখর, স্নিগ্ধজিৎ ভৌমিক এবং অনন্যা চক্রবর্তী (Vikram Vedha New Song)৷

ইতিমধ্য়েই এই গানটি শুনে ফেলেছেন প্রায় বাইশ লাখ মানুষ ৷ একজন তথাকথিত অপরাধী এবং একজন কড়া পুলিশ অফিসারের দ্বৈরথ তুলে ধরবে এই ছবি (Hrithik Saif New Film Vikram Vedha)৷

একজন কড়া পুলিশ অফিসার ততোধিক ধূর্ত এক গ্যাংস্টারকে (Hrithik Roshan in Vikram Vedha) ধরতে কী কী করেন সেটাই দেখার এখানে ৷ বেদার চরিত্রে রয়েছেন হৃতিক আর পুলিশ অফিসার বিক্রমের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে (Saif Ali Khan in vikram vedha)৷ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাধিকা আপ্তেও ৷

আরও পড়ুন:বদলাল দিনক্ষণ, কবে আসছে আয়ুষ্মান রাকুলপ্রীতের 'ডক্টর জি'?

এখানে পুলিশ অফিসার বিক্রম প্রশাসনিক উর্দি পড়ে এনকাউন্টার করে ৷ দেশকে অপরাধীমুক্ত করতে সে সঠিক কাজ করছে বলেও বিশ্বাস করে নিজে ৷ অন্যদিকে এক গ্যাংস্টার বেদও মানুষ খুন করে ৷ আর তারও ভাবনা সমাজের নোংরা পরিষ্কার করছে সে ৷ ছবির প্রথম ঝলকেই বোঝা গিয়েছে অ্যাকশন আর প্রেমের ভরপুর মশলা রয়েছে এই ছবিতে (Vikram Vedha Trailer Out) ৷ আদতে এটি তামিল ছবি 'বিক্রম বেদ'-এর হিন্দি রিমেক । টি সিরিজের ব্যানারে এই ক্রাইম থ্রিলার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী 30 সেপ্টেম্বর ৷

Last Updated : Sep 19, 2022, 3:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details