হায়দরাবাদ, 18 অক্টোবর:হৃতিক রোশনের 'ওয়ার 2' ছবিটি নিয়ে চর্চা এখন তুঙ্গে ৷ কারণ একটাই এই ছবিতে প্রথমবার একসঙ্গে স্ক্রিনশেয়ার করতে চলেছেন 'আরআরআর' খ্যাত জুনিয়ার এনটিআর এবং হৃতিক রোশন ৷ নেটপাড়াতেও এখন ট্রেন্ডিংয়ে রয়েছে এই ছবি ৷ খবর অনুযায়ী, ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে ৷ সোশাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ছবি থেকেই তৈরি হয়েছে এই জল্পনা ৷ কারণ ভাইরাল ছবিতে দেখা গিয়েছে টিমের সঙ্গে সেটের দিকে এগোচ্ছেন পরিচালক অয়ন মুখোপাধ্য়ায় ৷
সোশালে ভাইরাল হয়েছে কয়েকটি ভিডিয়োও ৷ আর সেই সমস্ত ভিডিয়োর ক্য়াপশানেও দাবি করা হয়েছে স্পেনে শুরু হয়েছে ছবির শুটিং ৷ যদিও কোনও ভিডিয়োতেই খুব স্পষ্টভাবে কলাকুশলীদের দেখা যায়নি ৷ আর এই ছবি নিয়ে নির্মাতারা কোনও অফিসিয়াল ঘোষণাও এখনও করেননি ৷ তবে বলাই বাহুল্য হৃতিকের সঙ্গে জুনিয়র এনটিআরকে রূপোলি পর্দায় দেখতে এখন মুখিয়ে সকলেই ৷