পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Hrithik Roshan Krrish 4: আসছে 'কৃশ 4', চিত্রনাট্য নিয়ে তৈরি হৃতিক রোশন - হিন্দি সিনেমায় রাকেশ রোশনের

অনুরাগীদের জন্য় নতুন সারপ্রাইজ নিয়ে হাজির হতে চলেছেন হৃতিক রোশন ৷ খবর অনুযায়ী, 'কৃশ 4' ছবির কাজ শুরু করতে প্রস্তুত তিনি ৷ আগামী বছর শুরু হতে পারে ছবির শুটিং পর্ব ৷

Hrithik Roshan Krrish 4
চিত্রনাট্য নিয়ে তৈরি হৃতিক রোশন

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 4:49 PM IST

হায়দরাবাদ, 31 অক্টোবর: হিন্দি সিনেমায় রাকেশ রোশনের সবচেয়ে বড় অবদানের কথা বলতে গেলে অবশ্যই উল্লেখ করতে হবে 'কৃশ' ছবির কথা ৷ হলিউডের স্পাইডারম্যান, আয়রনম্যান তো ছিলেনই তবে এই প্রথম হিন্দি সিনেমা পেল একজন সুপারহিরোকে ৷ এবার সেই সুপারহিরো সিরিজের পরবর্তী অধ্যায় নিয়ে হাজির হতে চলেছেন হৃতিক রোশন ৷ জানা গিয়েছে, ছবির চিত্রনাট্যও ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে ৷ নতুন ছবির গল্পের জন্যও কলম ধরেছেন রাকেশ নিজেই ৷

সংবাদমাধ্যমের রিপোর্ট অনযায়ী, 'কৃশ 4' ছবির চিত্রনাট্য দেখেছেন হৃতিক ৷ শুধু তাই নয়, কিছু অদল বদলেরও পরামর্শ দিয়েছেন ৷ অনুরাগীরা দীর্ঘদিন ধরেই অপেক্ষা করে রয়েছেন এই ছবির পরবর্তী অধ্যায়ের কাহিনি দেখার জন্য ৷ খবর অনুযায়ী, ছবির শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন হৃতিক ৷ তবে এই বছর নয় আগামী বছর ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে শুরু হতে পারে ছবির কাজ ৷

'কৃশ 4' ছবির শুটিং কোথায় হবে তা অবশ্য জানা যায়নি ৷ তবে খবর অনুযায়ী, বিদেশের বেশকিছু জায়গা ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছে ৷ এর মধ্যে রয়েছে সিঙ্গাপুরও ৷ জানা গিয়েছে, ছবির বেশকিছু অ্যাকশন সিকোয়েন্সের শুটিং হতে পারে বিদেশে ৷ চলতি বছরের 8 অগস্ট দু'দশক পূর্ণ হল 'কোই...মিল গেয়া' ছবিটির ৷ একজন বিশেষভাবে সক্ষম মানুষের জীবন কীভাবে পরিবর্তিত হয়ে যায় একজন ভিনগ্রহী জীবের সঙ্গে পরিচয়ের পর সেটাই তুলে ধরে এই ছবি ৷

আরও পড়ুন:বিশ্বকাপে মুখোমুখি নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, প্রথমবার কঠিন চ্যালেঞ্জের মুখে প্রোটিয়ারা

শোনা যাচ্ছে ছবির নতুন পর্বে হয়তো আবার ফিরে আসতে পারেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ তবে এই বিষয়ে এখনও কোনও অফিসিয়াল ঘোষণা সামনে আসেনি ৷ হৃতিকের হাতে এখন রয়েছে একের পর এক ছবি ৷ ফাইটার ছবিতে তাঁকে দেখা যাবে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ৷ অন্যদিকে আবার 'ওয়ার 2' ছবিতে জুনিয়র এনটিআরের সঙ্গেও স্ক্রিনশেয়ার করবেন তিনি ৷ তবে 'কৃশ 4' যে অনুরাগীদের জন্য হৃতিক-আবেগে দোলা দেবে তা বলাই বাহুল্য ৷ বলিউডের গ্রীক গড হৃতিকের এই ছবির শেষ পর্বটি মুক্তি পায় 2013 সালে ৷

ABOUT THE AUTHOR

...view details