হায়দরাবাদ, 2 অগস্ট: হৃত্বিক রোশন এবং সাবা আজাদকে প্রায়শই বিদেশে একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায় ৷ দু'জনের কেউই সরাসরি সম্পর্কে সিলমোহর দেননি ৷ তবে প্রায়শই বি-টাউনের বিভিন্ন পার্টিতেও একসঙ্গেই দেখা যায় এই তারকা যুগলকে ৷ এবার ফের একবার একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন দু'জনে ৷ আপাতত তাঁরা রয়েছেন আর্জেন্তিনার রাজধানী শহর বুয়েনস আইরেসে ৷ অন্যদিকে টিনসেল টাউনের আরেক তারকা জুটি আর্সেলান গোনি এবং সুজান খানও তাঁদের হলিডে ডায়েরি নিয়ে উঠে এলেন চর্চায় ৷ এই সুজান আবার হৃত্বিকের প্রাক্তন স্ত্রীও বটে ৷
হৃত্বিক তাঁর ইনস্টাগ্রামে সম্প্রতি শেয়ার করেছেন একটি ছবি ৷ যেখানে তাঁর লেডিলাভ সাবার সঙ্গে দেখা গিয়েছে অভিনেতাকে ৷ ছবির ক্যাপশনে তিনি সাবাকে একটি নামও দিয়েছেন ৷ তা হল 'উইন্টার গার্ল' ৷ হৃত্বিককে এদিন দেখা গিয়েছে স্টাইলিশ নীল টি শার্ট আর কালো জ্যাকেটে ৷ অন্যদিকে সাবা নিজেকে সাজিয়েছেন কালো ওভারকোর্টে ৷ সোশাল মিডিয়ায় অনুরাগীরাও বেশ উপভোগ করছেন তাঁদের এই ভ্যাকেশনের বিভিন্ন ঝলক ৷