পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Hrithik in Argentina: সাবার সঙ্গে আর্জেন্তিনায় হৃত্বিক, প্রেমিকের সঙ্গে হলিডের ছবি শেয়ার অভিনেতার প্রাক্তন স্ত্রী'রও - Hrithik Roshan ex wife

আর্জেন্তিনা থেকে ছবি শেয়ার করে চর্চায় হৃতিক-সাবা ৷ অন্যদিকে একইদিনে ছবি শেয়ার করলেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খানও ৷

Hrithik in Argentina
আর্জেন্তিনায় হৃতিক গোনির সঙ্গে ধরা দিলেন সুজান

By

Published : Aug 2, 2023, 6:00 PM IST

হায়দরাবাদ, 2 অগস্ট: হৃত্বিক রোশন এবং সাবা আজাদকে প্রায়শই বিদেশে একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায় ৷ দু'জনের কেউই সরাসরি সম্পর্কে সিলমোহর দেননি ৷ তবে প্রায়শই বি-টাউনের বিভিন্ন পার্টিতেও একসঙ্গেই দেখা যায় এই তারকা যুগলকে ৷ এবার ফের একবার একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন দু'জনে ৷ আপাতত তাঁরা রয়েছেন আর্জেন্তিনার রাজধানী শহর বুয়েনস আইরেসে ৷ অন্যদিকে টিনসেল টাউনের আরেক তারকা জুটি আর্সেলান গোনি এবং সুজান খানও তাঁদের হলিডে ডায়েরি নিয়ে উঠে এলেন চর্চায় ৷ এই সুজান আবার হৃত্বিকের প্রাক্তন স্ত্রীও বটে ৷

হৃত্বিক তাঁর ইনস্টাগ্রামে সম্প্রতি শেয়ার করেছেন একটি ছবি ৷ যেখানে তাঁর লেডিলাভ সাবার সঙ্গে দেখা গিয়েছে অভিনেতাকে ৷ ছবির ক্যাপশনে তিনি সাবাকে একটি নামও দিয়েছেন ৷ তা হল 'উইন্টার গার্ল' ৷ হৃত্বিককে এদিন দেখা গিয়েছে স্টাইলিশ নীল টি শার্ট আর কালো জ্যাকেটে ৷ অন্যদিকে সাবা নিজেকে সাজিয়েছেন কালো ওভারকোর্টে ৷ সোশাল মিডিয়ায় অনুরাগীরাও বেশ উপভোগ করছেন তাঁদের এই ভ্যাকেশনের বিভিন্ন ঝলক ৷

এর আগেও সাবা তাঁদের ছুটির ডায়েরি থেকে কিছু ঝলক শেয়ার করেছিলেন সোশালে ৷ সেখানে হৃত্বিককে দেখা গিয়েছিল একটি রেস্তরাঁয় ৷ তাঁর পরনে ছিল ক্যাজুয়াল কালো পোশাক ৷ আরও একটি সেলফিতে তাঁরা ধরা দিয়েছিলেন শীতের পোশাকে ৷ অন্যদিকে হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান খানও তাঁর হলিডে ডায়েরির ঝলক শেয়ার করে উঠে এসেছেন চর্চায় ৷ যদিও তিনি এদিন ডুব দিয়েছেন পুরনো স্মৃতিতে ৷

আরও পড়ুন:শাশ্বতর 'আবার প্রলয়' থেকে আলিয়ার 'হার্ট অফ স্টোন', অগস্টে সময় কাটুক ওটিটি’তেই

ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে আর্সেলান গোনিকেও ৷ গোনির সঙ্গে বহুদিন ধরেই সুজানের সম্পর্ক নিয়ে চর্চা শোনা যায় ৷ সুজান অবশ্য এই নিয়ে মুখ খোলেননি ৷ তবে প্রায়শই তাঁদের দেখা যায় বিভিন্ন পার্টিতে ৷ এমনকী বিদেশেও বহুবার একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের ৷ এবার সামনে এল তাঁদের মেক্সিকো এবং আমেরিকায় ছুটি কাটানোর কিছু দৃশ্য় ৷ একটি মন্তাজ ভিডিয়ো বুধবার সকলের সঙ্গে শেয়ার করলেন তিনি ৷ তাঁদের এই ভিডিয়োও এখন সোশাল মিডিয়ায় বেশ শোরগোল ফেলেছে ৷

ABOUT THE AUTHOR

...view details