হায়দরাবাদ, 14 জুন: ধুউউউপ...৷ কোই মিল গয়াতে এটাই বলতে শোনা গিয়েছিল ওই ছবিতে হৃত্বিক রোশনের বন্ধু এলিয়েনকে ৷ ধুপ অর্থাৎ রোদই ছিল এই ভিনগ্রহীর শক্তির আধার ৷ সেই বন্ধুর মতোই কি রোদ্দুরকে ভালোবেসে ফেলেছেন হৃত্বিক রোশন ? সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের একটি ছবি পোস্ট করেছেন ৷ সেখানেই রোদ্দুরকে আমন্ত্রণ জানিয়ে তিনি যেন বলছেন, "আয় রোদ্দুর আয়...৷"
হৃতিক রোশনের সুঠাম দেহসৌষ্ঠব প্রশংসার দাবি রাখে ৷ শরীরচর্চার দিকে তাঁর বিশেষ নজর ৷ বুধবার বলিউডের অভিনেতা তাঁর একটি ছবি পোস্ট করে ইন্টারনেটে আগুন ধরিয়ে দিয়েছেন ৷ সেই ছবিতে তাঁর পরনে কোনও জামা নেই ৷ রোদের মধ্যে শার্টলেস অবস্থায় ওয়ার্ক আউট করছেন তিনি ৷ ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, "যখন আপনাকে দ্রুত রোগা হতে হবে, তখন ভিটামিন ডি (D'hoop)-এর থেকে ভালো আর কিছুই কাজ করে না ! হলুদ নীল হয়ে যাওয়ার আগে শরীর ভেজাই রাখুন ।"
এই ছবিতে হৃতিককে তাঁর ছাদে ভিটামিন ডি অর্থাৎ রোদের তাপে ঘামে ভেজা অবস্থায় একটি বাইকে ব্যায়াম করতে দেখা গিয়েছে । তিনি জামা পরেননি ৷ পরেছিলেন বোতামহীন ডেনিম জিন্স, একটি হলুদ বেসবল ক্যাপ এবং চশমা । তাঁর ক্যাপশনে যখন হৃতিক D'hoop লেখেন, তখনই তাঁর 2003 সালের চলচ্চিত্র কোই মিল গায়া-এর জাদু চরিত্রটির কথা মনে করিয়ে দিয়েছেন অনুরাগীরা ৷ সেই ছবিতে জাদু 'ধুপ' অর্থাৎ সূর্যের আলোতেই সক্রিয় ছিল ।