পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Hrithik Goes Shirtless: রোদ্দুরে খালি গায়ে ওয়ার্ক আউট, হৃত্বিকের ছবিতে আগুন ইন্টারনেটে - Hrithik Goes Shirtless

বুধবার হৃতিক রোশন একটি খালি গায়ে রোদ্দুরের মধ্যে ওয়ার্ক আউট করার ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে ৷ সেই ছবি দেখে আপ্লুত ভক্তরা ৷

Hrithik Roshan
Hrithik Roshan

By

Published : Jun 14, 2023, 6:16 PM IST

হায়দরাবাদ, 14 জুন: ধুউউউপ...৷ কোই মিল গয়াতে এটাই বলতে শোনা গিয়েছিল ওই ছবিতে হৃত্বিক রোশনের বন্ধু এলিয়েনকে ৷ ধুপ অর্থাৎ রোদই ছিল এই ভিনগ্রহীর শক্তির আধার ৷ সেই বন্ধুর মতোই কি রোদ্দুরকে ভালোবেসে ফেলেছেন হৃত্বিক রোশন ? সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের একটি ছবি পোস্ট করেছেন ৷ সেখানেই রোদ্দুরকে আমন্ত্রণ জানিয়ে তিনি যেন বলছেন, "আয় রোদ্দুর আয়...৷"

হৃতিক রোশনের সুঠাম দেহসৌষ্ঠব প্রশংসার দাবি রাখে ৷ শরীরচর্চার দিকে তাঁর বিশেষ নজর ৷ বুধবার বলিউডের অভিনেতা তাঁর একটি ছবি পোস্ট করে ইন্টারনেটে আগুন ধরিয়ে দিয়েছেন ৷ সেই ছবিতে তাঁর পরনে কোনও জামা নেই ৷ রোদের মধ্যে শার্টলেস অবস্থায় ওয়ার্ক আউট করছেন তিনি ৷ ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, "যখন আপনাকে দ্রুত রোগা হতে হবে, তখন ভিটামিন ডি (D'hoop)-এর থেকে ভালো আর কিছুই কাজ করে না ! হলুদ নীল হয়ে যাওয়ার আগে শরীর ভেজাই রাখুন ।"

এই ছবিতে হৃতিককে তাঁর ছাদে ভিটামিন ডি অর্থাৎ রোদের তাপে ঘামে ভেজা অবস্থায় একটি বাইকে ব্যায়াম করতে দেখা গিয়েছে । তিনি জামা পরেননি ৷ পরেছিলেন বোতামহীন ডেনিম জিন্স, একটি হলুদ বেসবল ক্যাপ এবং চশমা । তাঁর ক্যাপশনে যখন হৃতিক D'hoop লেখেন, তখনই তাঁর 2003 সালের চলচ্চিত্র কোই মিল গায়া-এর জাদু চরিত্রটির কথা মনে করিয়ে দিয়েছেন অনুরাগীরা ৷ সেই ছবিতে জাদু 'ধুপ' অর্থাৎ সূর্যের আলোতেই সক্রিয় ছিল ।

আরও পড়ুন:কিং খানকে জড়িয়ে ধরে চুম্বন ! মহিলাকে জেলে ভরার নিদান নেটপাড়ার

ছবিটি শেয়ার করার পর, হৃতিকের ভক্তরা কমেন্ট সেকশন প্রশংসায় ভরিয়ে দেন । একজন ভক্ত লিখেছেন, "স্যার, আপনি শুধু অনুপ্রেরণা নন, আপনি একটি আবেগ ।" অন্য একজন ভক্ত লিখেছেন, "কী দৃশ্য!"। আরও একজন লিখেছেন, "আমি আপনাকে খুব ভালোবাসি ৷ আমার আসল সুপারহিরো হৃতিক রোশন স্যার ।" আরেক জন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, "স্যার আপনি আরও শক্তি (লাল হৃদয়ের ইমোজি সহ) পান ।"

কর্মক্ষেত্রে হৃতিক রোশন বর্তমানে বেশ কয়েকটি ছবিতে কাজ করছেন । সিদ্ধার্থ আনন্দের অ্যাকশন ফিল্ম ফাইটারে দীপিকা পাড়ুকোন এবং অনিল কাপুরের সঙ্গে দেখা যাবে তাঁকে । ছবিটি 2024 সালের 25 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে । রিপোর্ট অনুযায়ী, জুনিয়র এনটিআর-এর সঙ্গে তাঁর ওয়ার 2 করারও কথা রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details