মুম্বই, 25 অক্টোবর:বলিউডের বি টাউন হোক বা কলকাতার টলিপাড়া প্রায় সমস্ত তারকারাই এখন মেতে উঠেছেন দীপাবলি উদযাপনে ৷ আলোর এই উৎসবে মেতে উঠতে দেখা গেল হৃতিক রোশন এবং সাবা আজাদকেও ৷ প্রেমিক হৃতিককে নিয়ে এই প্রথমবার এই উৎসবে অংশ নিতে দেখা গেল সাবাকে ৷ কয়েকদিন আগেই ক্য়ামেরাবাজদের সামনে হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজানকে চুম্বন উপহার দিয়েছিলেন প্রেমিক আর্সালান গোনি ৷ এবার একসঙ্গে আলোর উৎসবে সাবা-হৃতিক(Hrithik Roshan celebrates Diwali with Saba Azad) ৷
সোমবার নিজেই ইনস্টা স্টোরিতে ছবিটি শেয়ার করেছেন সাবা আজাদ ৷ এই ছবিটি শেয়ার করে সকলকে দিওয়ালির শুভেচ্ছাও জানান অভিনেত্রী ৷ স্বাভাবিকভাবেই তাঁদের এই ছবি এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ কারণ হৃতিক এবং সাবার প্রেম নিয়ে গুঞ্জন চলেছে বহুদিন আগে থেকেই ৷ এর আগে একসঙ্গে বিদেশে ছুটি কাটাতেও দেখা গিয়েছে এই কপোত-কপোতীকে ৷ আবার করণ জোহরের 50তম জন্মদিনের পার্টিতে এবং নানান পারিবারিক গেট-টুগেদারেও একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁদের (Hrithik Roshan Saba Azad Diwali Celebration)৷