মুম্বই, 10 জানুয়ারি:আজ হৃতিক রোশনের 49তম জন্মদিন ৷ এই বলিউড তারকার জন্মদিনে তাঁকে একদিকে যেমন শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা তেমনই তাঁকে শুভেচ্ছা জানাচ্ছে অভিনের কাছের মানুষেরাও ৷ প্রাক্তন স্ত্রী সুজান খানও হৃতিককে শুভেচ্ছা জানাতে ভোলেননি ৷ বিবাহবিচ্ছেদ হলেও আদতে তাঁদের মধ্যে যে একটি বন্ধুত্বের সুন্দর সম্পর্ক রয়েই গিয়েছে এটাই তার প্রমাণ ৷ অন্যদিকে আবার সাবা আজাদও হৃতিককে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ৷ সাবা এবং হৃতিকের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই কানাঘুষো শোনা যায় ৷ অনেকের মতে তিনিই বর্তমানে হৃতিকের প্রেমিকা ৷ বেশ কয়েকটি ক্ষেত্রে একসঙ্গে বেড়াতেও গিয়েছেন এই জুটি ৷
সাবা আজ হৃতিকের জন্য যে বার্তা লিখেছেন তাতে তিনি লেখেন, 'আজ রো ডে ! রো! যতই তুমি এই সার্কাসের মধ্য়ে দিয়ে এগিয়ে যাবে, যাকে আমরা জীবন বলেও ডাকি ৷ সবসময় শুধু চোখ কান খোলা রেখে, কৌতুহলী থেকে, নিজেকে প্রতিদিন আরও উন্নত করে ৷ মনকে তীক্ষ্ণ রেখে জীবনের কাছে প্রতিদিন ছাত্রের মতো শিখতে থাকা এবং প্রতিদিন আরও আরও একগুঁয়ে হয়ে দৃঢ় হৃদয়ে আরও ভালো করার দিকে এগিয়ে চলা (জীবন তো এটাই) ৷ এমনকী যখন জীবন যখন তোমার থেকে মুখও ফিরিয়ে নেয় তখনও কেবল একটাই কথা মাথায় আসে (তুমি) 'নিয়মের ব্যতিক্রম' ৷ সব স্টেরিওটাইপকে অস্বীকার করে, সমস্ত অনুমানকে ভেঙে দিয়ে তুমি বারবার সকলকে অবাক করে দাও ৷ কেউ কেউ এক-আধবার সকলকে অবাক করে ৷ আর তুমি নানাভাবে বারবার সকলকে বিস্মিত করে দাও ৷" এই দীর্ঘ শুভেচ্ছা বার্তাটির সঙ্গে বেশকিছু ছবি এবং ভিডিয়োও শেয়ার করেছেন তিনি ৷