পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

নতুন বছর শুরুর আগেই অনুরাগীদের পার্টি সং উপহার হৃতিক-দীপিকার, প্রকাশ্যে 'ফাইটার' ছবির প্রথম গান - ফাইটার

Fighter song Sher Khul Gaye: বছর শেষে পার্টি অ্যান্থেম নিয়ে হাজির হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন ৷ প্রকাশ্যে ফাইটার ছবির প্রথম গান শের খুল গয়ে ৷ বিশাল ও শেখরের কম্পোজিশনে ভাইরাল এই ডান্স সং ৷

Etv Bharat
প্রকাশ্যে 'ফাইটার' ছবির প্রথম গান

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 4:01 PM IST

হায়দরাবাদ, 15 ডিসেম্বর:ঝলক এসেছিল বৃহস্পতিবারই ৷ পর্দায় হৃতিক-দীপিকার রক অ্যান্ড রোল দেখতে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা ৷ অবশেষে শুক্রবার এল 'ফাইটার' ছবির প্রথম গান ৷ ভাইব্র্যান্ট পার্টি ট্র্যাকে মুগ্ধ নেটপাড়া ৷ বলিউডের গ্রিক গডের তালে দীপিকার ডান্স মুভ তাক লাগিয়েছে সকলকে ৷

'ফাইটার' ছবির প্রথম গান শের খুল গয়ে সোশাল মিডিয়ায় শেয়ার করে পোস্টে লেখা হয়েছে, "অপেক্ষার অবসান ৷ ডান্স ফ্লোরে নাচের তালে মেতে উঠুন স্কোয়াড্রন লিডার শামসের পাঠানিয়া তথা প্যাটি ও মিনাল রাথোর তথা মিন্নির সঙ্গে ৷" এই গানটির মিউজিক সম্পাদনা করেছেন বিশাল দাদলানি ও শেখর রাভজিয়ানি ৷ গানের কথা লিখেছেন কুমার ও বিশাল দাদলানি ৷ পার্টি সং গেয়েছেন বেনি দয়াল, শিল্পা রাও ৷ সঙ্গত দিয়েছেন বিশাল-শেখর ৷ নাচ কোরিয়োগ্রাফ করেছেন বসকো মার্টিস ও গনসালভেস ৷

একদিকে 2023-এর শেষ অন্যদিকে নতুন বছরকে স্বাগত জানাতে নতুন এই পার্টি মুডের গানে মত্ত অনুরাগীরাও ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'ফাইটার' ছবি দিয়েই হৃতিকের সঙ্গে কাজ করার হ্যাটট্রিক করলেন পরিচালক ৷ এর আগে অভিনেতার সঙ্গে তিনি কাজ করেছেন 'ব্যাং ব্যাং' ও 'ওয়ার' ছবিতে ৷ গান মুক্তির আগে প্রকাশ্যে এসেছে ক্যারেক্টর পোস্টার ও তাঁদের পরিচয় ৷ হৃতিক ও দীপিকার পাশাপাশি গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিংয়ের চরিত্রে দেখা যাবে অনিল কাপুরকে ৷ স্কোয়াড্রন লিডার সরতাজ গিলের চরিত্রে দেখা যাবে করণ সিং গ্রোভারকে ৷ অন্যদিকে স্কোয়াড্রন লিডার বাশির খানের চরিত্রে রয়েছেন অক্ষয় ওবেরয় ৷

ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে সিদ্ধার্থের মারফিক্স পিকচার্স ও ভায়াকম 18 স্টুডিয়ো ৷ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে 25 জানুয়ারি মুক্তি পাবে 'ফাইটার' ৷ ইতিমধ্যেই ছবির টিজার মাত করেছে দর্শকদের ৷ সোশাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হয় নিমেষে ৷ প্রথমবার সিনেপর্দায় দর্শকদের আকাশপথে যুদ্ধ দেখার অভিজ্ঞতা হতে চলেছে লার্জার দ্যান লাইফ ৷

ABOUT THE AUTHOR

...view details