পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Tribute to KK শহরের হার্টের রোগে অসুস্থ দরিদ্র শিশুদের পাশে রোটারি ক্লাব - Birthday of KK

বেশ কয়েক বছর ধরেই হৃদয়া রোটারি ক্লাব অফ ওল্ড সিটি (Hridaya Rotary Club of Old City Pays Tribute to KK) দরিদ্র শিশুদের মধ্যে যারা হার্টের সমস্যায় ভুগছে তাদের হার্ট সার্জারির ব্যবস্থা করে । এবার প্রয়াত গায়ক কৃষ্ণকুমারকে শ্রদ্ধা জানিয়ে আয়োজিত হচ্ছে এক অনুষ্ঠান ৷ এই অনুষ্ঠানে গান গাইবেন উষা উত্থুপ, সপ্তক, দেবজিৎ, দুর্নিবার, গৌরব, শোভন, নীহারিকা, জয়ের মতো বিশিষ্ট শিল্পীরা । টিকিট থেকে প্রাপ্ত অর্থে হবে অভাবী শিশুদের হার্ট সার্জারি (Tribute to KK)।

Tribute to KK
শহরের হার্টের রোগে অসুস্থ দরিদ্র শিশুদের পাশে কে কে

By

Published : Aug 20, 2022, 12:58 PM IST

কলকাতা, 20 অগস্ট: দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই 'হৃদয়া রোটারি ক্লাব অফ ওল্ড সিটি' এক অনন্য মানবিক উদ্যোগে শামিল(Hridaya Rotary Club of Old City Pays Tribute to KK) । দরিদ্র শিশুদের মধ্যে যারা হার্টের সমস্যায় ভুগছে তাদের হার্ট সার্জারির ব্যবস্থা করা হয় হৃদয়ার তরফে । ভবিষ্যতে এহেন আরও শিশুর পাশে দাঁড়ানোর পরিকল্পনা আছে এই সংস্থার । পাশাপাশি এই সংস্থার তরফেই আয়োজন করা হয় 'ড্রাইভ হৃদয়া' শীর্ষক একটি অনুষ্ঠানের ।

যেখানে শহরের পথে নামে গাড়ির ঢল । উদ্দেশ্য হল সেই অনুষ্ঠান থেকে অর্জিত অর্থ দিয়ে দরিদ্র শিশুদের হার্ট সার্জারিতে সাহায্য দান । আর এবার 22 অগস্ট প্রয়াত সঙ্গীত শিল্পী কে কে-কে শ্রদ্ধা জানানোর প্রয়াস নিয়েছে এই সংস্থা । 'রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3291'র সহযোগিতায় অনুষ্ঠিত হতে চলেছে 'ট্রিবিউট টু কে কে'(Tribute to KK)। উল্লেখ্য, 23 অগস্ট কে কের জন্মদিন (Birthday of KK)। অকাল প্রয়াণের পর এটাই শিল্পীর প্রথম জন্মদিন ।

তিনি নেই, অমর হয়ে থাকবে তাঁর জনপ্রিয় সব গান। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠান করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কে কে । এই শহরই তাঁর জীবনের শেষ কনসার্ট এর সাক্ষী হয়ে রয়েছে । তাই হৃদয়ের অসুখের কথা বলতেই, 'হৃদয়া'র এই বিশেষ নিবেদন বলে জানিয়েছেন উদ্যোক্তারা । সশরীরে না থেকেও এভাবে ওই সব শিশুদের পাশে থাকলেন কে কে (Singer pays Tribute to KK)।

আরও পড়ুন:শহরের বুকে রোড শোতে মন মাতাল লক্ষ্মী ছেলেরা

কে কে'র স্মরণে এই অনুষ্ঠানে গান গাইবেন উষা উত্থুপ, সপ্তক, দেবজিৎ, দুর্নিবার, গৌরব, শোভন, নীহারিকা, জয়ের মতো বিশিষ্ট শিল্পীরা । টিকিট থেকে প্রাপ্ত অর্থে হবে অভাবী শিশুদের হার্ট সার্জারি । 'ট্রিবিউট টু কে কে' মঞ্চস্থ হবে 22 অগস্ট, সন্ধ্যা সাতটা থেকে সল্টলেকের ইজেডসিসি প্রেক্ষাগৃহে ।

ABOUT THE AUTHOR

...view details