পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Vicky reacts on Katrina: ক্যাটরিনার কথাতেই 'ফিদা' ভিকি, উত্তর শুনে আপ্লুত অনুরাগীরাও - Vicky reacts on Katrina

তাঁদের লাভলাইফ নিয়ে অনুরাগীদের কৌতুহল ছিল বরাবরই ৷ তবে সেই বিষয়ে জনসমক্ষে খুব একটা মুখ খোলেন না ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ৷ তবে যখন ভিতরের খবর জানান, ভাইরাল হতে সময় নেই না একটুও ৷

Vicky reacts on Katrina
ক্যাটরিনার কথাতেই 'ফিদা' ভিকি

By

Published : Apr 29, 2023, 10:17 PM IST

হায়দরাবাদ, 29 এপ্রিল: 2021 সালের 9 ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ৷ রাজস্থানের সোয়াই মাধোপুরে পরিবার ও কাছের আত্মীয়স্বজনকে সাক্ষী রেখে পথ চলা শুরু করেছিলেন এই বলিউড কাপল ৷ দেখতে দেখতে দেড়বছর পার করেছেন এই জুটি ৷ তবে তাঁদের কেমেস্ট্রি যে পুরো জমে ক্ষীর, তা ভিকি-র নানা সাক্ষাৎকার শুনলেই বোঝা যায় ৷ সম্প্রতি আবারও সেই পূর্বাভাসই দিয়েছেন 'গোবিন্দা নাম মেরা'র অভিনেতা ৷

বৃহস্পতিবার মুম্বইয়ে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট ৷ সেখানে ডান্স পারফর্ম্যান্স ছিল ভিকি কৌশলের ৷ রেড কার্পেটে তিনি হাজির হতেই করণ ওয়াহি ও অনুষ্কা ডান্ডেকর তাঁকে নানা প্রশ্ন করেন ৷ উঠে আসে ক্যাটরিনার প্রসঙ্গও ৷ ভিকির সেই উত্তর শুনেই মজেছেন অনুরাগীরা ৷ ভিকি-ক্যাটের রোম্যান্টিক এই জার্নির সাক্ষী থাকলেন ফ্যানেরাও ৷

68তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সেরেমনির রেড কার্পেটে অভিনেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিয়ে নিয়ে কী পরামর্শ দিতে চাইবেন তিনি? ভিকি বলেন, "আমার সবেমাত্র বিয়ে হয়েছে ৷ মাত্র দেড়বছর কাটিয়েছি ৷ ফলে আমি এখন যে ক্যাটাগরিতে রয়েছি সেখানে পরামর্শ দেওয়া নয়, নিতে হয় ৷ তাও যদি পরামর্শের কথা বলতে হয়, একটাই বলব, বিয়ে করাটা উচিত ৷"

এরপরেই তাঁকে প্রশ্ন করা হয়, বিয়ের পর ক্যাটরিনা পঞ্জাবি ভাষায় কথা বলতে পারেন কি না ? জবাবে ভিকি বলেন, "আমি ওকে পঞ্জাবি-তে দুটো কথা শিখিয়েছি ৷ কেমন আছ ? ভালো আছি ৷ কিন্তু যখনই ক্যাটরিনা পঞ্জাবি বলার চেষ্টা করে আমি তখনই ফিদা হয়ে যাই ৷"

আরও পড়ুন:ফের বাবা হচ্ছেন অর্জুন রামপাল, সুখবর শোনালেন প্রেমিকা গ্যাব্রিয়েলা

ভিকির এই ভিডিয়ো সামনে আসার পরেই অনুরাগীরাও ফিদা হয়ে গিয়েছেন ৷ কমেন্ট সেকশনে কেউ লিখেছেন, "ভিকিকে ভালোবাসা ৷" আবার কেউ লিখেছেন, "ভিকি ভীষণ কিউট ৷" আবার অনেকে সেরা জুটি বলেও ভিকি-ক্যাটকে সম্বোধন করেছেন ৷

প্রসঙ্গত, বিয়ের আগে পর্যন্ত নিজের প্রেমজীবন সকলের থেকেই লুকিয়ে রেখেছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ৷ 2011 সালে তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ৷ বর্তমানে ভিকি-কে দেখা যাবে মেঘনা গুলজার পরিচালিত, 'শ্যাম বাহাদুর' ছবিতে ৷ অন্যদিকে, ক্যাটরিনাকে দেখা যাবে সলমন খানের বিপরীতে 'টাইগার থ্রি'-তে ৷

ABOUT THE AUTHOR

...view details