পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

HIT The First Case Trailer Out : তরুণী অপহরণের তদন্তে নামলেন রাজকুমার, মুক্তি পেল 'হিট-দ্য ফার্স্ট কেস'-এর ট্রেলার - hit the first case trailer out rajkummar looks sharp in cop drama thriller

সামনে এল অভিনেতা রাজকুমার রাওয়ের নতুন ছবি 'হিট-দ্য ফার্স্ট কেস'-এর ট্রেলার (Rajkummar Rao Starrer HIT The First Case Trailer is Out Now)৷ টানটান এই সাসপেন্স থ্রিলারটি পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী 15 জুলাই ৷

HIT The First Case Trailer Out
তরুণী অপহরণের তদন্তে নামলেন রাজকুমার, মুক্তি পেল 'হিট-দ্য ফার্স্ট কেস'-এর ট্রেলার

By

Published : Jun 24, 2022, 10:13 AM IST

মুম্বই, 24 জুন :অভিনেতা রাজকুমার রাওয়ের নতুন ছবি 'হিট-দ্য ফার্স্ট কেস' নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট চর্চা শুরু হয়ে গিয়েছে ভক্তদের মধ্য়ে ৷ অবশেষে বৃহস্পতিবার সামনে এল বহু প্রতিক্ষিত ছবির ট্রেলার (Rajkummar Rao Starrer HIT The First Case Trailer is Out Now) ৷ ট্রেলারে রাজকুমারের দুরন্ত অভিনয়ের ঝলক আগ্রহের পরিমাণ যে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে, তা বলাই বাহুল্য ৷ এখানে তাঁকে দেখা গিয়েছে একজন কর্তব্যরত পুলিশ অফিসার হিসাবে ৷

ছবির গল্প আবর্তিত হয়েছে এক তরুণীর অপহরণকে কেন্দ্র করে ৷ এই কেসেরই তদন্তকারী অফিসার হিসেবে গল্পে আগমণ রাজকুমারের ৷ তদন্তের খুঁটিনাটি, আশা-নিরাশা এবং পুলিশ অফিসারের ব্যক্তিগত জীবন সবকিছুরই ঝলক উঠে আসবে এই ছবিতে ৷ গল্পে রাজকুমারের প্রেমিকার চরিত্রে দেখা যাবে শানায়া মালহোত্রাকে ৷ সব মিলিয়ে গল্পের মূল উপাদান হিসেবে টানটান রহস্য থাকলেও রয়েছে প্রেমের মাল-মশলাও ৷ আর তাই ছবির ট্রেলার সামনে আসতে না-আসতেই আগ্রহ আরও বেড়ে গিয়েছে দর্শকদের ৷

'হিট-দ্য ফার্স্ট কেস' পরিচালনা করছেন শৈলেশ কোলানু ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন ভূষণ কুমার এবং একই সঙ্গে রয়েছেন দিল রাজু , কৃষাণ কুমার এবং কুলদীপ রাঠোর ৷ আদতে একই নামের একটি তেলুগু ছবির রিমেক 'হিট-দ্য ফার্স্ট কেস' ৷ ছবিটি পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী 15 জুলাই ৷

আরও পড়ুন : দেশে সাফল্যের পর এবার বিলেতে পাড়ি, অনীকের অশ্বমেধের ঘোড়া এখনও 'অপরাজিত'

রাজকুমারের হাতে এখন রয়েছে বেশ অনেকগুলি ছবি ৷ একদিকে যেমন তাঁকে জাহ্নবী কাপুরের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' ছবিতে, তেমনই অনুভব সিনহার 'ভিড়' ছবিতেও মুখ্য় ভূমিকায় রয়েছেন তিনি ৷ এছাড়া অভিষেক জৈনর 'সেকেন্ড ইনিংস', অনুরাগ বাসুর 'লাইফ ইন এ মেট্রো'-র সিক্যুয়ালেও কাজ করতে দেখা যাবে তাঁকে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details