মুম্বই, 24 জুন :অভিনেতা রাজকুমার রাওয়ের নতুন ছবি 'হিট-দ্য ফার্স্ট কেস' নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট চর্চা শুরু হয়ে গিয়েছে ভক্তদের মধ্য়ে ৷ অবশেষে বৃহস্পতিবার সামনে এল বহু প্রতিক্ষিত ছবির ট্রেলার (Rajkummar Rao Starrer HIT The First Case Trailer is Out Now) ৷ ট্রেলারে রাজকুমারের দুরন্ত অভিনয়ের ঝলক আগ্রহের পরিমাণ যে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে, তা বলাই বাহুল্য ৷ এখানে তাঁকে দেখা গিয়েছে একজন কর্তব্যরত পুলিশ অফিসার হিসাবে ৷
ছবির গল্প আবর্তিত হয়েছে এক তরুণীর অপহরণকে কেন্দ্র করে ৷ এই কেসেরই তদন্তকারী অফিসার হিসেবে গল্পে আগমণ রাজকুমারের ৷ তদন্তের খুঁটিনাটি, আশা-নিরাশা এবং পুলিশ অফিসারের ব্যক্তিগত জীবন সবকিছুরই ঝলক উঠে আসবে এই ছবিতে ৷ গল্পে রাজকুমারের প্রেমিকার চরিত্রে দেখা যাবে শানায়া মালহোত্রাকে ৷ সব মিলিয়ে গল্পের মূল উপাদান হিসেবে টানটান রহস্য থাকলেও রয়েছে প্রেমের মাল-মশলাও ৷ আর তাই ছবির ট্রেলার সামনে আসতে না-আসতেই আগ্রহ আরও বেড়ে গিয়েছে দর্শকদের ৷