হায়দরাবাদ, 5 সেপ্টেম্বর: সিনেপ্রেমীদের একের পর এক চমক দিচ্ছেন পরিচালক সুমন ঘোষ ৷ কিছুদিন আগেই জানিয়েছেন, বাংলা ছবিতে ফিরিয়ে আনছেন শর্মিলা ঠাকুরকে ৷ এবার শিক্ষক দিবসের দিন তিনি দিলেন এক খুশির খবর ৷ সামাজিক মাধ্যমে জানালেন, তাঁর হিন্দি ছবি 'দ্য স্ক্যাভেনজার অফ ড্রিমস' ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে বুসান ফিল্ম ফেস্টিভ্যালে ৷ ভারত থেকে মোট পাঁচটি ছবি নির্বাচিত হয়েছে এই চলচ্চিত্র উৎসবে ৷ তার মধ্যে পরিচালক সুমনের এই ছবি ৷ উচ্ছ্বসিত ছবির অন্যতম অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও ৷
ইটিভি ভারতের তরফে ফোনে যোগাযোগ করা হলে অভিনেত্রীর কণ্ঠে ধরা পড়ে আনন্দ উচ্ছ্বাস ৷ তাঁর অভিনীত কোনও ছবি প্রথমবার বুসান ফিল্ম ফেস্টিভ্যালে ৷ স্বভাবতই খুশির বাঁধ মানছে না ৷ তিনি বলেন, "এটা সত্যি ভালো খবর ৷ এখনও পর্যন্ত আমার কোনও ছবি বুসানে যায়নি ৷ বুসান ফিল্ম ফেস্টিভ্যাল অন্যতম ৷ জাস্ট ভাবতে পারছি না ৷"
প্রথম যখন এই খবর পেলেন কী প্রতিক্রিয়া ছিল? জবাবে অভিনেত্রী বলেন, "আনঅফিসিয়ালি কয়েকদিন আগে খবরটা পেয়েছিলাম ৷ অফিসিয়ালি আজকে ঘোষণা করা হল ৷" ছবির ইউএসপি প্রসঙ্গে সুদীপ্তা বলেন, "এই ছবির মূল এইএসপি হল এর কোনও চিত্রনাট্য ছিল না ৷ পরিচালক সুমন ঘোষের একটি চিন্তাভাবনা ছিল এই বিষয় নিয়ে ৷ ছবিটার শুটিং হয়েছে বছর দেড়েক আগে ৷ তারও আগে এই বিষয় নিয়ে কথা বলেছিলেন পরিচালক ৷"
ছবির চিত্রনাট্য মূলত এগিয়েছে এক দম্পতি ও তাঁদের সন্তানকে কেন্দ্র করে ৷ অভিনেত্রী সুদীপ্তা বলেন, "যাঁরা নোংরা ঘাঁটেন অর্থাৎ যাঁদের পেশাগত কাজ নোংরা পরিষ্কার করা, তাঁদের গল্প তুলে ধরা হয়েছে এখানে ৷ ছবির পোস্টার দেখলে এই আইডিয়াটা করা যায় ৷ সেই দম্পতির স্বপ্ন, তাঁদের সন্তানের স্বপ্ন নিয়ে তৈরি হয়েছে দ্য স্ক্যাভেনজার অফ ড্রিমস ৷"