নয়াদিল্লি, 31 ডিসেম্বর: চলতি বছর অনেক কিছু পাওয়ার মধ্যেও হারানোর সংখ্যা নেহাত কম নয় ৷ এই বছর অনেক সিনেমা জগতের তারকারা পাড়ি দিয়েছেন চিরঘুমের দেশে ৷ একনজরে দেখে নেওয়া, কোন কোন তারকাকে হারিয়েছে সিনেজগত ৷
জুনিয়র মেহমুদ- 1960 সালের শেষ ও 1970 সালের শুরুতে 'মেরা নাম জোকার', 'ব্রহ্মচারী' খ্যাত শিশুঅভিনেতা জুনিয়র মেহমুদ 68 বছর বয়সে প্রয়াত হয়েছেন 8 ডিসেম্বর ৷ ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন দীর্ঘদিন ধরেই ৷ তাঁর আসল নাম ছিল নাইম সইয়েদ ৷ কিন্তু জনপ্রিয় অভিনেতা মেহমুদের সঙ্গে 'সুহাগ' রাত ছবিতে কাজ করার পর তাঁর নাম হয়ে যায় জুনিয়র মেহমুদ ৷
সতীশ কৌশিক- হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বিটাউনের অন্যতম কমেডিয়ান তথা পরিচালক সতীশ কৌশিক ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অভিনেতার ৷ ন্যাশনাল স্কুল অফ ড্রামা ও দ্য ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের প্রাক্তন ছাত্র 'মিস্টার ইন্ডিয়া', 'জানে ভি দোয়া ইয়ারো'র মতো ছবিতে কমেডিয়ান হিসাবে নজর কাড়েন ৷ তাঁর পরিচালনায় 'তেরে নাম' ছবি বক্সঅফিসে সাড়া ফেলে ৷
প্রদীপ সরকার- 'পরিণীতা' ও 'মর্দানি' ছবির পরিচালক প্রদীপ সরকার প্রয়াত হন 24 মার্চ ৷ ভাইরাল জ্বরে আক্রান্ত প্রদীপ সরকার মুম্বই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ সেখানেই প্রয়াত হন পরিচালক ৷ বেশ কিছু জনপ্রিয় মিউজিক ভিডিয়োও পরিচালনা করেছেন তিনি ৷ যার মধ্যে অন্যতম শুভা মুদগলের 'আব কে শাওয়ান' ও ইউফোরিয়ার 'ধুম পিচাক ধুম' ও সুলতান খানের 'পিয়া বসন্তী' ৷
গুফি পয়েন্তাল- জনপ্রিয় ধারাবাহিক 'মহাভারত' আজও মনে রেখেছে দর্শক ৷ সেখানে শকুনি মামার চরিত্রে গুফি পয়েন্তালের অভিনয় ছিল প্রশংসনীয় ৷ বয়সজনিত সমস্যা নিয়ে তিনি 79 বছর বয়সী অভিনেতা ভর্তি ছিলেন হাসপাতালে ৷ জুন মাসের 5 তারিখ চিরঘুমের দেশে পাড়ি দেন তিনি ৷ 'সুহাগ', 'দিললগি' ছবির পাশাপাশি 'সিআইডি' ও 'হ্যালো ইন্সপেক্টর' ধারাবাহিকে তাঁর অভিনয় নজর কাড়ে ৷
সুলোচনা- হিন্দি ও মারাঠি ছবিতে বেশিরভাগ সময়ে এই অভিনেত্রীকে দেখা গিয়েছে মায়ের চরিত্রে অভিনয় করতে ৷ 94 বছর বয়সে বয়সজনিত কারণে 4 জুন প্রয়াত হন তিনি ৷ 'গোরা অউর কালা', 'দেবর', 'তালাশ', 'আজাদ' -এর মতো হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি ৷
সঞ্জয় গাদভি- 19 নভেম্বর প্রয়াত হন 'ধুম' খ্যাত পরিচালক সঞ্জয় গাদভি ৷ পরিচালক সম্পূর্ণ সুস্থ ছিলেন বলে জানিয়েছিল তাঁর মেয়ে ৷ আকস্মিক মৃত্যুতে নেমে আসে শোকের ছায়া ৷ 2000 সালে 'তেরে লিয়ে' ছবি দিয়ে পরিচালনার জগতে আসেন তিনি ৷ তবে খ্যাতি পান 'ধুম' ছবি পরিচালনার মধ্য দিয়ে ৷