হায়দরাবাদ, 21 নভেম্বর:নতুন ছবিতে মেয়ে সুহানা খানের সঙ্গে জুটি বাঁধছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ৷ 'পাঠান' এবং 'জওয়ান' ছবির সাফল্যের পর সকলে যখন কিং খানের 'ডাঙ্কি' ছবির অপেক্ষায় দিন গুনছেন তখনই সামনে এল আরেকটি নতুন ছবির খবর ৷ 57 বছর বয়সে নিজের রোম্যান্টিক হিরোর ইমেজ ভেঙে বছরের শুরুতেই অ্যাকশন অবতারে হাজির হয়েছিলেন অভিনেতা ৷ এবারও তাঁর লক্ষ্য সেই অ্যাকশনের দিকেই ৷ তবে বিভিন্ন রিপোর্টের দাবি, পরিচালক হিসাবে তিনি বেছে নিতে চলেছেন সুজয় ঘোষকে ৷
রোমাঞ্চকর ছবির পাশাপাশি অন্য ধরনের ছবি বানানোর ক্ষেত্রে সুনাম রয়েছে সুজয়ের ৷ তাঁর সাম্প্রতিক কাজ 'জানে জা'-ও সকলের প্রশংসা কুড়িয়েছে ৷ তবে শাহরুখের মতো সুপারস্টারকে নিয়ে কেমন ছবি বানান তিনি সেটাই এখন দেখার ৷ শাহরুখের হোম প্রোডাকশন রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারেই মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ সঙ্গে যুক্ত হবে সিদ্ধার্থ আনন্দের মারফিক্স এন্টারটেইনমেন্ট ৷
সুজয়ের এই ছবির অ্যাকশনের দায়িত্বে থাকবেন সিদ্ধার্থ নিজেই ৷ সম্প্রতি একটি নিউজ ওয়েবসাইটে যে খবর সামনে এসেছে তাতে আগামী বছর জানুয়ারি থেকেই শুরু হতে চলেছে ছবির শুটিংয়ের কাজ ৷ অনেকেই আশা করেছিলেন যে এই ছবি তৈরি হবে বাবা-মেয়ের সম্পর্কের ওপর ভিত্তি করে ৷ ছবিতে থাকবে বাস্তবের ছোঁয়া ৷ তবে সূত্রের খবর অনুযায়ী, শাহরুখ-সুহানার এই ছবি অ্যাকশন এবং রোমাঞ্চে ভরপুর হতে চলেছে ৷