হায়দরাবাদ, 3 এপ্রিল:অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে গুজব কোনও বড় বিষয় নয় ৷ প্রায়শই কোনও না কোনও নায়ক বা নায়িকার সঙ্গে অন্য়দের নাম জড়াতে দেখা যায় ৷ ঠিক যেভাবে এককালে চর্চা হয়েছে সিড-কিয়ারা, আলিয়া-রণবীর কিংবা বিরাট-অনুষ্কাদের নিয়ে ৷ কয়েকদিন আগে তেমনই চর্চা শুরু হয়েছিল সইফ পুত্র ইব্রাহিম আলি খান এবং অভিনেত্রী পলক তিওয়ারিকে নিয়ে ৷ এর আগে 2021 সালে হার্ডি সান্ধুর মিউজিক ভিডিয়োতে সামনে আসার পর থেকেই চর্চায় রয়েছেন পলক ৷
পলক-ইব্রাহিমকে নিয়ে আলোচনার সূত্রপাত হয় গতবছর ৷ মুম্বইয়ের একটি রেস্তোরাঁ থেকে তাঁদের একসঙ্গে বেরিয়ে আসতে দেখা যায় আর তারপরেই তাঁদের সম্পর্ক নিয়ে শুরু হয় গুঞ্জন ৷ এবার সাম্প্রতিক একটি ইন্টারভিউতে তাঁকে এই নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে ৷ তিনি বলেন, "দু'টি ছবির শ্য়ুটিংয়ের কাজ নিয়ে আমার এখন ভীষণ ব্যস্ততায় সময় কাটছে ৷ এটাই আমার কাছে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷ এই বছরটা আমার জন্য় সত্যিই ভীষণ কঠিন একটা সময় ৷"