হায়দরাবাদ, 9 জুলাই: রাজনৈতিক নেতা ও তাঁদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মন্তব্য করে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন ৷ এ বার ড্যামেজ কন্ট্রোলে নামলেন বলিউডের অভিনেত্রী কাজল ৷ এই নিয়ে টুইট করে তিনি বোঝাতে চাইলেন যে, তাঁর মন্তব্যের ঠিক কী উদ্দেশ্য ছিল ৷
তাঁর আসন্ন কোর্টরুম ড্রামা 'দ্য ট্রায়াল'-এর প্রচারের সময় একটি সাক্ষাত্কারে তাঁর মন্তব্যটি স্পষ্ট করার চেষ্টা করেছেন কাজল ৷ তিনি জানিয়েছেন, যে রাজনীতিবিদদের শিক্ষাগত যোগ্যতায় ঘাটতি রয়েছে, তাঁদের ছোট করা বা অসম্মান করা তাঁর উদ্দেশ্য ছিল না ৷ পরিবর্তে, কার্যকরী নেতৃত্ব গঠনে শিক্ষার তাৎপর্যের উপর জোর দিতে চেয়েছিলেন তিনি ৷ নিজের টুইটার হ্য়ান্ডেলে এই নিয়ে করা পোস্টে কাজল বলেন, তাঁর মন্তব্য রাজনৈতিক নেতাদের ক্ষমতা বা কৃতিত্বকে ক্ষুণ্ণ করার জন্য নয় । তিনি রাজনৈতিক নেতাদের প্রতি তাঁর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তাঁর উদ্দেশ্য ছিল শুধু শিক্ষার গুরুত্বকে উত্সাহিত করা ।
শনিবার টুইটারে কাজল মেনে নিয়েছেন যে, দেশে বেশ কয়েকজন 'মহান নেতা' আছেন ৷ কাজল লেখেন, "আমি শুধু শিক্ষা এবং এর গুরুত্ব সম্পর্কে একটি কথা বলেছিলাম । আমার উদ্দেশ্য কোনও রাজনৈতিক নেতাদের অবজ্ঞা করা ছিল না, আমাদের কিছু মহান নেতা আছেন, যাঁরা দেশকে সঠিক পথে পরিচালিত করছেন ।"