পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Ajay Devgn on tobacco ad controversy : বিতর্কিত 'ইলাইচি'র বিজ্ঞাপন নিয়ে প্রশ্নের মুখে অজয় - Ajay Devgn on tobacco ad controversy

বিতর্কিত 'বিমল ইলাইচি'-র বিজ্ঞাপন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হল অজয় দেবগনকেও ৷ তাঁর দাবি যদি এধরণের পণ্যগুলি বিতর্কের কারণ হয়, তাহলে বিজ্ঞাপনের বদলে সেই তামাকজাত দ্রব্যের বিক্রি স্থগিত করা উচিত (Ajay on Promoting Tobacco Brand) ৷

Ajay on Promoting Tobacco Brand
বিতর্কিত 'ইলাইচি'-র বিজ্ঞাপন নিয়ে প্রশ্নের মুখে অজয়

By

Published : Apr 22, 2022, 12:22 PM IST

মুম্বই, 22 এপ্রিল : বিতর্কিত পানমশলার বিজ্ঞাপন থেকে সম্প্রতি নিজকে সরিয়ে নিয়েছেন বলিউডের খিলাড়ি কুমার অক্ষয় ৷ শুধু তাই নয়, তিনি যে এই বিজ্ঞাপন করতে রাজি হয়েছিলেন তার জন্য অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছেন ৷ তিনি স্পষ্ট ভাষায় লেখেন, "আমি দুঃখিত ৷ আপনার কাছে, আমার সব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ গত কয়েকদিন ধরে আপনাদের প্রতিক্রিয়া আমার উপর খুবই প্রভাব ফেলেছে ৷ আমি সিদ্ধান্ত নিয়েছি, এই এনডোর্সমেন্টের থেকে পাওয়া যাবতীয় অর্থ আমি কোনও ভাল কাজে দান করব ৷"

অক্ষয়ের এই প্রতিক্রিয়া সামনে আসার পর থেকেই কথা উঠতে শুরু করেছে অজয় দেবগনের ইলাইচি'র বিজ্ঞাপন নিয়ে ৷ কারণ দীর্ঘদিন ধরে 'বিমল ইলাইচি'-র বিজ্ঞাপনে দেখা যায় এই সুপারস্টারকে ৷ অথচ সকলেই জানেন, এটা একধরনের সারোগেট বিজ্ঞাপন ৷ কারণ, এই কোম্পানি তামাকজাত পানমশলাও বিক্রি করে ৷ এবার নিজের নতুন ছবি 'রানওয়ে 34' রিলিজের আগে এই বিজ্ঞাপন বিতর্কে মুখ খুললেন অজয় ৷ খবর অনুযায়ী তাঁর নতুন ছবির প্রেস কনফারেন্স চলাকালীন বিজ্ঞাপন সংক্রান্ত প্রশ্ন উঠলে তিনি জানান, এটা একেবারেই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত ৷

আরও পড়ুন : ক্ষমা চেয়ে পানমশলার বিজ্ঞাপন থেকে সরলেন অক্ষয়, দান করবেন প্রাপ্ত টাকা

শুধু তাই নয়, তিনি এও জানান, তিনি শুধুমাত্র 'ইলাইচি' বা এলাচ দানার প্যাকেটের প্রচার করছেন কোনওরকম তামাকজাত দ্রব্যের নয় ৷ তাঁর দাবি যদি এধরণের পণ্যগুলি বিতর্কের কারণ হয় তাহলে বিজ্ঞাপনের বদলে সেই তামাকজাত দ্রব্যের বিক্রি স্থগিত করা উচিত (Ajay on Promoting Tobacco Brand) ৷ প্রসঙ্গত অজয়ের নতুন ছবি 'রানওয়ে 34' পর্দায় আসতে চলেছে 29 এপ্রিল ৷

ABOUT THE AUTHOR

...view details