মুম্বই, 23 ডিসেম্বর: সম্প্রতি অভিষেক বচ্চনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের একবার চর্চার কেন্দ্রে উঠে এসেছেন তসলিমা ৷ অমিতাভের একটি বক্তব্যের সূত্র ধরে তসলিমা তাঁর সোশাল মিডিয়ায় এই নিয়ে মত প্রকাশ করেন ৷ তাঁর মতে, অমিতাভ বচ্চন কীভাবে তাঁর ছেলেকে এতটা অন্ধভাবে ভালোবাসতে পারেন যে তিনি মনে করেন অভিষেক "তাঁর সমস্ত প্রতিভা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন" আর তিনিই সেরা ৷ অভিষেক সাধারণত তীর্যক মন্তব্য নিয়ে খুব একটা মাথা ঘামান না ৷ বরং তিনি নীরবেই থাকতে পছন্দ করেন ৷ তবে এবার এই মুখ খুললেন তিনি (Taslima Nasreen Abhishek Bachchan twitter war) ৷
তিনি লেখেন, "একদম সঠিক ম্যাম। প্রতিভা বা অন্য কোনও বিষয়ে কেউ তাঁর কাছাকাছি আসতে পারবে না। তিনি সবসময় 'সেরা' থাকবেন ! তাঁর ছেলে হিসাবে আমি অত্যন্ত গর্বিত ।" ঠিক কী লিখেছেন তসলিমা ৷ তসলিমা লেখেন, "অমিতাভ বচ্চনজি তাঁর ছেলে অভিষেক বচ্চনকে এতটাই ভালোবাসেন যে তিনি মনে করেন তাঁর ছেলে তাঁর সমস্ত প্রতিভা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং তাঁর ছেলেই সেরা । অভিষেক ভালো, কিন্তু আমি মনে করি না অভিষেক অমিতজির মতো প্রতিভাবান (Taslima Nasreen on Abhishek Bachchan)।"