পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Abhishek on Taslima: তসলিমার বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন অভিষেক - Taslima Nasreen on Abhishek Bachchan

সম্প্রতি অভিষেক বচ্চনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে টুইট মুছে দিয়েছিলেন তসলিমা ৷ এবার তারই জবাব দিলেন বিগ বি-পুত্র (Taslima Nasreen Abhishek Bachchan twitter war) ৷

Abhishek on Taslima
সম্প্রতি অভিষেক বচ্চনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে টুইট মুছে দিয়েছিলেন তসলিমা

By

Published : Dec 23, 2022, 5:47 PM IST

মুম্বই, 23 ডিসেম্বর: সম্প্রতি অভিষেক বচ্চনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের একবার চর্চার কেন্দ্রে উঠে এসেছেন তসলিমা ৷ অমিতাভের একটি বক্তব্যের সূত্র ধরে তসলিমা তাঁর সোশাল মিডিয়ায় এই নিয়ে মত প্রকাশ করেন ৷ তাঁর মতে, অমিতাভ বচ্চন কীভাবে তাঁর ছেলেকে এতটা অন্ধভাবে ভালোবাসতে পারেন যে তিনি মনে করেন অভিষেক "তাঁর সমস্ত প্রতিভা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন" আর তিনিই সেরা ৷ অভিষেক সাধারণত তীর্যক মন্তব্য নিয়ে খুব একটা মাথা ঘামান না ৷ বরং তিনি নীরবেই থাকতে পছন্দ করেন ৷ তবে এবার এই মুখ খুললেন তিনি (Taslima Nasreen Abhishek Bachchan twitter war) ৷

তিনি লেখেন, "একদম সঠিক ম্যাম। প্রতিভা বা অন্য কোনও বিষয়ে কেউ তাঁর কাছাকাছি আসতে পারবে না। তিনি সবসময় 'সেরা' থাকবেন ! তাঁর ছেলে হিসাবে আমি অত্যন্ত গর্বিত ।" ঠিক কী লিখেছেন তসলিমা ৷ তসলিমা লেখেন, "অমিতাভ বচ্চনজি তাঁর ছেলে অভিষেক বচ্চনকে এতটাই ভালোবাসেন যে তিনি মনে করেন তাঁর ছেলে তাঁর সমস্ত প্রতিভা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং তাঁর ছেলেই সেরা । অভিষেক ভালো, কিন্তু আমি মনে করি না অভিষেক অমিতজির মতো প্রতিভাবান (Taslima Nasreen on Abhishek Bachchan)।"

আদতে পুরো ঘটনাটির সূত্রপাত বিগ বি-র একটি টুইট সামনে আসার পর ৷ সম্প্রতি ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস 2022-এ ওয়েব অরিজিনাল ফিল্ম-মেল বিভাগে 'দশভি' ছবিতে তাঁর অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন অভিষেক বচ্চন ৷ এরপরেই ছেলের এই জয় উদযাপন করতে একটি আবেগি টুইট করেন বিগ বচ্চন ৷ তিনি লেখেন, "আমার খুশি...আমার গর্ব...তুমি তোমার কথা প্রমাণ করেছ ৷ তোমায় নিয়ে উপহাস-ঠাট্টা-চটুল মজা করা হয়েছে ৷ কিন্তু তুমি নীরবে তোমার দক্ষতার পরিচয় দিয়েছ ৷ তুমি সেরা আর তুমি সবসময় সেরাই থাকবে ৷" আর এই শেষ লাইনটি নিয়েই আপত্তি তোলেন তসলিমা ৷ যদিও এই মুহূর্তে তাঁর টুইটটি ডিলিট করে দিয়েছেন তিনি(Taslima Nasreen on Award of Abhishek Bachchan) ৷

আরও পড়ুন:বাংলার রিয়ালিটি শো এবং প্রতিযোগীদের গুণের প্রশংসায় পঞ্চমুখ শান মোনালি

অন্য়দিকে অভিষেককে সম্প্রতি দেখা গিয়েছে আমাজন প্রাইমের সাইকোলজিক্যাল থ্রিলার 'ব্রিথ: ইনটু দ্য শ্যাডোজ সিজন 2' ওয়েব সিরিজে ৷ এই সিরিজে তিনি স্ক্রিন শেয়ার করেছেন সিয়ামী খের এবং অমিত সাধের সঙ্গে ৷

ABOUT THE AUTHOR

...view details