হায়দরাবাদ, 17 ফেব্রুয়ারি: স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে গত 6 জানুয়ারি জীবনসঙ্গী হিসাবে রাজনীতিবিদ ফাহাদ আহমেদকে বেছে নিয়েছেন স্বরা ভাস্কর ৷ বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় তাঁদের বিয়ের কথা ঘোষণা করেন নায়িকা ৷ রেজিস্ট্রি ম্যারেজের পর এবার সামাজিক রীতি মেনে বিবাহের অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছেন এই তারকা জুটি ৷
শুক্রবার স্বরা ভাস্কর একটি টুইট করেন যেখানে তিনি স্পেশাল ম্যারেজ অ্যাক্টের প্রশংসা করেছেন কারণ এই আইনই তাঁদের সুযোগ দিয়েছে একসঙ্গে থাকার ৷ শুধু তাই নয়, আরও একটি টুইটে তিনি তাঁর অনুরাগী এবং কাছের মানুষদেরও ধন্যবাদ দিয়েছেন তাঁদের এত ভালোবাসা দেওয়ার জন্য় ৷ খবর অনুযায়ী, স্বরা এবং ফাহাদ আনুষ্ঠানিক বিবাহ সারতে চলেছেন আগামী মার্চ মাসে ৷ এবার সত্যিই হতে চলেছে তাঁদের 'সানাই ওয়ালা শাদি' ৷ আর তাই নিয়ে ভীষণ উত্তেজিত অভিনেত্রী (Swara Bhasker Fahad Ahmad wedding in march )৷
যদিও নায়িকা জানিয়েছেন এখনও বিয়ে নিয়ে সম্পূর্ণ পরিকল্পনা হয়নি তাঁদের যদিও নায়িকা জানিয়েছেন এখনও বিয়ে নিয়ে সম্পূর্ণ পরিকল্পনা হয়নি তাঁদের ৷ কীভাবে হবে সেলিব্রেশন, তার পরিকল্পনাও এখনও সেভাবে হয়নি ৷ তাঁদের বিয়ের কথা ঘোষণা হওয়ার পর থেকেই সোশাল মিডিয়ায় তুঙ্গে আলোচনা ৷ কেউ কেউ ট্রোলিংও শুরু করেছেন এই তারকা জুটিকে নিয়ে ৷ কেউ কেউ আবার স্বরার সেই টুইটও খুঁজে বার করেছেন যেখানে তিনি ফাহাদকে 'ভাই' বলে উল্লেখ করেছেন ৷
আরও পড়ুন:প্রি বুকিং এ হতাশ করল 'শেহজাদা', বক্স অফিসে সাফল্য নিয়ে আশঙ্কা
ফাহাদের সঙ্গে স্বরার আলাপ প্রতিবাদের মঞ্চে ৷ সিএএ বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িয়েছিলেন দু'জনেই ৷ আর সেখানেই সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার মতো শুরু তাঁদের সম্পর্কের পথ চলা ৷ ঠিক যেমন সুভাষ লিখেছিলেন, 'তুমিই আমার মিছিলের সেই মুখ' ৷ তেমনই প্রতিবাদের মিছিল থেকে মহারাষ্ট্রের সমাজবাদী পার্টির এই যুব নেতার সঙ্গে আলাপ স্বরার ৷ আর তারপর শুরু প্রেম ৷ বিয়েটা অবশ্য আগেই সেরে ফেলেছিলেন অভিনেত্রী ৷ এবার অপেক্ষা আনুষ্ঠানিক ভাবে জীবনের পথ চলা শুরু করার ৷