পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

আরও জমকালো রাম লালার প্রাণ প্রতিষ্ঠা! নৃত্য পরিবেশনে হেমা মালিনী - Ayodhya Dham

Hema Malini Dance: 22 জানুয়ারি রাম লালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে অযোধ্যা ধামে বিশেষ নৃত্য পরিবেশন করবেন বিজেপি নেত্রী তথা সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনী ৷ সোশাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করে সকলকে অযোধ্যা ধামে আহ্বান জানালেন তিনি ৷

Etv Bharat
অযোধ্যা ধামে নৃত্য পরিবেশনে হেমা মালিনী

By ANI

Published : Jan 14, 2024, 5:04 PM IST

Updated : Jan 14, 2024, 5:11 PM IST

নয়াদিল্লি, 14 জানুয়ারি: 22 জানুয়ারি অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান ৷ ইতিমধ্যেই দেবভূমি উত্তরাখণ্ডের 28টি পবিত্র নদীর জল আনা থেকে শুরু করে গুজরাতের ভাওনগর থেকে অখণ্ড জ্যোতি নিয়ে রামজন্মভূমির উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন অনেকে ৷ বিশেষ সেই দিনটিকে আরও বিশেষ করে তুলবেন অভিনেত্রী-সাংসদ হেমা মালিনী ৷ অনুষ্ঠানে রামায়ণ ডান্স-ড্রামা করবেন বিজেপি নেত্রী ৷

এক ভিডিয়ো বার্তায় অভিনেত্রী বলেন, "আমি অযোধ্যায় আসছি প্রথমবার ৷ রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। তার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করেছিলেন সকলে ৷ অযোধ্যা ধামে 17 জানুয়ারি সন্ধ্যা 7টায় আমার টিমের সঙ্গে রামায়ণকেন্দ্রিক ডান্স ড্রামা উপস্থাপন করতে চলেছি ৷ সনাতম ধর্মের উৎসব উদযাপনে আসুন অযোধ্যা ধামে ৷"

22 জানুয়ারির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভারতের পাশাপাশি বিদেশের তাবড় ব্যক্তিত্বরাও উপস্থিত থাকছেন রাম লালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে ৷ মূল অনুষ্ঠানের এক সপ্তাহ আগে অর্থাৎ 16 জানুয়ারি থেকেই ভগবান রামের সন্নিকটে নানা নিয়ম আচার পালন করা শুরু হয়ে যাচ্ছে ৷ বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দিক্ষীত 22 জানুয়ারি রাম লালা প্রাণ প্রতিষ্ঠার মূল পুজো করবেন ৷ 14 জানুয়ারি থেকে 22 জানুয়ারি অযোধ্যায় অমৃত মহোৎসব পালিত হবে ৷

এই দিন হাজার হাজার ভক্তদের খাওয়ানোর জন্য একহাজার আটটি মহাভোগের আয়োজন করা হয়েছে ৷ ইতিমধ্য়েই মন্দিরের কাছে একাধিক তাবু তৈরি করা হয়েছে ভক্তদের থাকার জন্য ৷ দূর থেকে আগত ভক্তরাই এই তাবুতে থাকাবেন ৷ রামজন্মভূমি ট্রাস্টের তরফে জানানো হয়েছে, 10 হাজার থেকে 15 হাজার ভক্তদের জন্য এই আয়োজন করা হয়েছে ৷ বিশাল এই কর্মকাণ্ডের জন্য কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে ৷

Last Updated : Jan 14, 2024, 5:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details