হায়দরাবাদ, 26 অগস্ট: 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিটি চর্চায় উঠে এসেছিল মূলত দু'টি কারণে ৷ আলিয়া ভাট-রণবীর সিংয়ের রসায়ন যেমন নজর কেড়েছিল তেমনই চর্চিত ধর্মেন্দ্র এবং শাবানা আজমির একটি অনস্ক্রিন চুম্বন ৷ প্রেমের কোনও বয়স নেই, মুখে বললেও মানেন না অনেকেই ৷ ঠিক সেখানেই আঘাত হেনেছেন করণ ৷ তাঁর ছবিতে শুধু রণবীর-আলিয়া নয়, ঠোঁটে ঠোঁট রেখেছেন ধর্মেন্দ্র-শাবানাও ৷ যা নিয়ে সমালোচনা কম হয়নি ৷ এবার ধর্মেন্দ্র-পত্নী হেমা মালিনী জানালেন, চিত্রনাট্যের প্রয়োজনে তাঁকেও যদি চুম্বন করতে হত তিনি নিশ্চয়ই করতেন ৷
সম্প্রতি একটি ওয়েবলয়েডকে দেওয়া ইন্টারভিউতে 'ড্রিমগার্ল' বলেন, "কেন করব না ৷ নিশ্চয়ই করব ৷ যদি এটা সুন্দর হয়, ছবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে অবশ্যই করতে পারি ৷" যদিও এই সাক্ষাৎকারেই তিনি জানান, তিনি এখনও করণের নতুন ছবিটি দেখেননি ৷ ছবিতে ধর্মেন্দ্র-শাবানার এই চুম্বন নিয়ে চর্চা কম হয়নি ৷ তবে তরুণ প্রজন্ম এই বিষয়টিকে স্বাভাবিক বলেই মেনে নিয়েছে ৷ তাঁরা বরং অনেকেই প্রশংসা করেছেন করণের ৷