মুম্বই, 4 জুলাই:প্রেক্ষাগৃহে মুক্তি পর থেকেই বিতর্কের মুখে পড়েছে ওম রাউত পরিচালিত বিগ বাজেট ছবি 'আদিপুরুষ' ৷ রামায়ণের গল্পকে আজকের প্রজন্মের কাছে তুলে ধরতে গিয়ে তাঁরা যেভাবে এই ছবিকে দর্শকের সামনে হাজির করেছেন তা অনেকের কাছেই রীতিমতো চমক ছিল ৷ সংলাপ থেকে ভিএফএক্স সমস্তকিছুই পড়েছে বিপুল সমালোচনার মুখে ৷ এমনকী প্রভাসের প্যান ইন্ডিয়া কেরিয়ার নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে এই ছবির পর ৷ এরই মাঝে এল একটি নতুন খবর ৷ ওটিটিতে মুক্তির আগেই নাকি ছবিটির এইচডি সংস্করণ ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে ।
500 থেকে 600 কোটির বিগ বাজেটে তৈরি হয়েছে 'আদিপুরুষ' ৷ এখনও পর্যন্ত প্রভাস-কৃতির এই ছবিই সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় ছবি । 'তানহাজি' ছবির বিপুল সাফল্যের পর এই ছবিতে হাত দিয়েছিলেন ওম ৷ কিন্তু রামায়ণ নিয়ে তিনি যে স্বপ্ন দেখেছিলেন তা ফুটে উঠল না পর্দায় ৷ এমনকি ফ্রি টিকিট বিতরণের স্ট্র্যাটেজিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ৷ ভারতে 300 কোটির গণ্ডি পার করতেই রীতিমতো হিমশিম খাচ্ছে 'আদিপুরুষ' ৷