কলকাতা: দক্ষিণ ভারতীয় অভিনেতা জুনিয়র এনটিআর আজ সারা ভারতেই পরিচিত নাম । কেউ কেউ তাঁকে ডাকেন 'ইয়ং টাইগার' নামেও । কেরিয়ারে এখনও পর্যন্ত প্রায় 30টির বেশি ছবিতে অভিনয় করেছেন নায়ক ৷ যদিও সারা ভারত তাঁকে চেনে 'কোরারাও ভীম' নামেই ৷ পরিচালক রাজামৌলির 'আরআরআর' ছবিতে এই চরিত্রেই অভিনয় করেছেন তিনি ৷
এবার জীবনের আরও একটি বসন্ত পার করে 40 বছরে পা দিলেন অভিনেতা ৷ জন্মদিন উপলক্ষে ইতিমধ্য়েই জুনিয়র এনটিআরের নতুন ছবি 'এনটিআর 30' ছবির পোস্টারও সামনে এনেছেন নির্মাতারা ৷ সেখানেই প্রকাশ্য়ে এসেছে তাঁর নয়া লুক ৷ এই ছবির হাত ধরে অভিনেত্রী জাহ্নবী কাপুরও পা রাখতে চলেছেন তেলুগু ইন্ডাস্ট্রিতে ৷
তিনি দক্ষিণ ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের অন্যতম ৷ তিনি পরিচিত 'ম্যান অফ মাসেস' নামে ৷ ফ্যানেদের সঙ্গে তাঁর ব্যবহার সকলের নজর কাড়ে ৷ 1983 সালে হায়দরাবাদে জন্ম জুনিয়র এনটিআরের ৷ দক্ষিণ ভারতের অভিনেতাদের মধ্যে তাঁর মতো পারিশ্রমিক খুব বেশি কেউ পান না ৷ বিশেষত রাজামৌলির 'আরআরআর' ছবির গান 'নাতু নাতু' অস্কার মঞ্চে জায়গা করে নেওয়ার পর তো স্বাভাবিকভাবেই তাঁর জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে ৷
ছোট থেকেই অভিনয় জীবনে পা রাখেন অভিনেতা ৷ বাবা এনটি রামা রাও ছিলেন দক্ষিণি ছবির একজন পরিচিত মুখ ৷ সেই সূত্র ধরেই আট বছর বয়সে শিশুশিল্পী হিসেবে প্রথমবার রূপোলি পর্দায় আগমন হয় তাঁর ৷ 1996 সালে তিনি 'রামায়ণ'-এ অভিনয় করেন । তাঁর হাতে ওঠে প্রথম জাতীয় পুরস্কার ৷ যদিও প্রধাণ চরিত্রে তাঁর আত্মপ্রকাশ ঘটে 'স্টুডেন্ট নম্বর ওয়ান' ছবির হাত ধরে ৷ একই ছবিটি মুক্তি পায় 2001 সালে ৷ জীবনে বহু উত্থান পতনের সাক্ষী তিনি থেকেছেন ঠিকই তবে জুনিয়র কখনও থেমে যাননি ৷
শুধু রূপোলি পর্দায় অভিনয়ের জন্য নয় সঞ্চালক এবং প্লে ব্যাক সিঙ্গার হিসাবেও কাজ করেছেন সুপারস্টার ৷ সলমন যেমন হিন্দিতে সঞ্চালনার দায়িত্ব সামলান তেমনই তেলুগু ভাষায় 'বিগ বস' অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন জুনিয়র এনটিআর ৷ প্লে ব্যাক সিঙ্গার বা নেপথ্য গায়ক হিসাবেও তিনি পরিচিত মুখ ৷ তাঁর গান ফিল্ম ফেয়ারেও মনোনয়ন পেয়েছে ৷
জুনিয়র এনটিআর অভিনেতার পাশাপাশি মানুষ হিসাবেও অনুরাগীদের মধ্য়ে দারুণ জনপ্রিয় ৷ ভক্তরা যেমন তাঁকে নিয়ে পাগল তেমনই তিনিও অনুরাগীদের জন্য সর্বদা সচেতন ৷ 2013 সালের একটি ঘটনার কথা এক্ষেত্রে বারবার উঠে আসে ৷ তাঁর 'বাদশাহ' ছবির মুক্তির সময় হট্টগোলের জেরে এক অনুরাগীর মৃ্ত্যু হয় ৷ এই অনুরাগীর মৃ্ৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত হন ৷ শুধু তাই নয় তাঁর পরিবারকে আর্থিক সাহায্যও করেন ৷ এই ধরণের কাজই তাঁকে ফ্য়ানেদের কাছে জনপ্রিয় করে তুলেছে ৷ জুনিয়র এনটিআর শুধু একজন ভালো অভিনেতা নন ভালো মানুষও বটে ৷
আরও পড়ুন:'রক্তবীজ' এর হাত ধরে কি অচেনা ভুবনে পা রাখছেন শিবপ্রসাদ, আসবে কি কাঙ্খিত সাফল্য?