পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

HBD Alia Bhatt: বলিউডের 'ডার্লিং' আলিয়া ভাট, জন্মদিনে ফিরে দেখা রণবীর-ঘরনির বি-টাউন জার্নি - Alia Bhatt

ভার্সেটাইল অভিনেত্রী হিসাবে বার বার নিজেকে প্রমাণ করেছেন আলিয়া ভাট (Alia Bhatt) ৷ রাজি, হাইওয়ে, গঙ্গুবাই-এর মতো ছবি আলিয়াকে আর পাঁচটা অভিনেত্রীর থেকে আলাদা করে ৷ কখনো পেয়েছেন দর্শকদের ভালবাসা আবার কখনো সমালোচনা ৷ সব কিছুই মেনে নিয়েছেন হাসি মুখে ৷ একজন অভিনেত্রী, প্রযোজক, স্ত্রী ও মায়ের ভূমিকা দক্ষতার সঙ্গে পালন করে চলেছেন আলিয়া ভাট ৷

Alia Bhatt
আলিয়া ভাট

By

Published : Mar 15, 2023, 4:33 PM IST

Updated : Mar 15, 2023, 6:26 PM IST

হায়দরাবাদ, 15 মার্চ: সিনেমা জগতে কেরিয়ারের 'হাইওয়ে'তে তাঁর জার্নির শুরুটা সহজ ছিল না। বিভিন্ন অনুষ্ঠান বা টক-শোতে তাঁর 'জোকস' বা জেনারেল নলেজ নিয়ে মতামত নেটমাধ্যমে হয়ে উঠত হাসির খোরাক ৷ তা সত্ত্বেও হার মানেননি, ভালবেসে বলেছেন, 'লাভ ইউ জিন্দেগি' ৷ 2012-র 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' থেকে আজ বলিউডের ডার্লিং আলিয়া ভাট (Alia Bhatt) ৷ 1993 সালের 15 মার্চ বলিউডের অন্যতম পরিচালক মহেশ ভাট ও সোনি রাজদানের জীবন আলো করে আসেন (HBD Alia Bhatt) ৷ ফিল্মি খানদানিতে বড় হওয়ায় পড়াশোনার থেকে বেশি অভিনয় জগত টেনেছে আলিয়াকে ৷

1999 সালে মাত্র পাঁচ বছর বসয়েই বাবা মহেশ ভাটের (Mahesh Bhatt) প্রযোজনায় সংঘর্ষ ছবিতে অভিনয়ের অ-আ শেখেন ছোট্ট আলিয়া ৷ অনেকেই জানেন না, সঞ্জয় লীলা বনশালির 'ব্ল্যাক' ছবিতে রানী মুখোপাধ্যায়ের ছোটবেলার চরিত্রে অভিনয়ের জন্য নয় বছর বয়সে আলিয়া অডিশন দিলেও পাশ করতে পারেন নি ৷ কাট টু 2012 ৷ করণ জোহরের পরিচালনায় তিন নতুন মুখ পায় বি-টাউন ৷ বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট ৷ সেই শুরু আর পিছন ফিরে তাকাতে হয়নি মহেশ কন্যাকে ৷

আরও পড়ুন: ছোটপর্দায় একসঙ্গে কাঞ্চন-শ্রীময়ী, ধারাবাহিকে 'প্রেম' করবেন তাঁরা ?

একের পর এক ছবিতে নিজের অভিনয় দক্ষতা প্রতিনিয়ত প্রমাণ করে গিয়েছেন আলিয় ভাট ৷ 'হাইওয়ে', 'রাজি', 'গাল্লি বয়', 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' বা 'ডার্লিংস'-মতো ছবি আলিয়াকে শুধু যশ বা খ্যাতি এনে দেয়নি, দিয়েছে দর্শকদের ভালবাসা আর অনেক পুরস্কার ৷ নিজের অভিনয় সত্ত্বাকে প্রতিনিয়ত নিজেই চ্যালেঞ্জ করে গিয়েছেন মহেশ-কন্যা ৷ আরও ভাল অভিনয় করার তাগিদে বেরিয়েছেন কমফোর্ট জোন থেকে ৷ ফলে কখনও সিনেপ্রেমীরা 'রাজি'-তে পেয়েছেন 'স্পাই' আলিয়াকে ৷ আবার কখনো 'গাল্লি বয়'-এ 'পজেজিভ' বান্ধবী আবার কখনো হয়ে উঠেছেন বনশালির 'গঙ্গুবাই' ৷

তবে শুধু অভিনয় জগতে থেমে থাকেননি আলিয়া ৷ অল্প বসয়েই নিজের প্রোডাকশন হাউস খুলে 'ডার্লিংস'-র মতো ছবি উপহার দিয়েছেন দর্শকদের ৷ বলিউডের অন্যতম প্রথম সারির অভিনেত্রীদের টক্কর দিয়ে নিজের জায়গা তৈরি করতে পেরেছেন আলিয়া ভাট ৷ প্রযোজনা সংস্থার পাশাপাশি 2020 সালে বাচ্চাদের জন্য খুলেছেন ইকো-ফ্রেন্ডলি ক্লোথিং ব্রান্ড ৷ বর্তমানে তিনি ব্যস্ত আছেন করন জোহরের পরিচালনায় 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবি নিয়ে ৷ প্রতিবারের মতো এবারও আলিয়া পর্দায় নিজের ম্যাজিক বজায় রাখুন জন্মদিনে ইটিভি ভারতের তরফ থেকে রইল শুভেচ্ছা ৷

Last Updated : Mar 15, 2023, 6:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details