পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Paul Grant Passes Away: 56 বছরে চলে গেলেন হ্যারি পটার খ্যাত পল গ্রান্ট - স্টার ওয়ার্স

56 বছরে প্রয়াত হলেন হ্যারি পটার ও স্টার ওয়ার্স খ্যাত পল গ্রান্ট (Paul Grant Passes Away)৷ তাঁর প্রয়াণের খবর জানিয়েছেন তাঁর কন্যা সোফি জেইন গ্রান্ট ৷

Paul Grant ETV Bharat
পল গ্রান্ট

By

Published : Mar 21, 2023, 2:50 PM IST

ওয়াশিংটন, 21 মার্চ: প্রয়াত হলেন অভিনেতা পল গ্রান্ট (Paul Grant Passes Away)৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 56 বছর ৷ 'স্টার ওয়ার্স: রিটার্ন অফ দ্য জেডি' এবং 'হ্যারি পটার অ্যান্ড দ্য সর্সারার্স স্টোন'-এ তাঁর অভিনয় মনে রাখবেন দর্শকরা (Harry Potter and Star Wars actor)৷

গ্রান্টের মেয়ে সোফি জেইন গ্রান্ট মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজকে জানিয়েছেন যে, "আমার মন ভেঙে গিয়েছে... কোনও মেয়েই তাঁর বাবাকে এ ভাবে (শেষযাত্রা) নিয়ে যেতে চান না... তিনি (তাঁর কাজের জন্য) খুবই পরিচিত এবং প্রিয় ছিলেন । তিনি খুব শীঘ্রই চলে গেলেন ৷"

গত 16 মার্চ, বৃহস্পতিবার লন্ডনের একটি ট্রেন স্টেশনে অভিনেতা পল গ্রান্টকে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল ৷ ঘটনাস্থলেই তাঁকে দেখার পর চিকিৎসকরা ঘোষণা করেন যে তাঁর ব্রেন ডেড হয়েছে ৷ তবে তার পরেও হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে ছিলেন ৷ 19 মার্চ রবিবার, তাঁর লাইফ সাপোর্ট বন্ধ করে দেওয়া হয় ।

গ্রান্ট জর্জ লুকাস ফ্র্যাঞ্চাইজিতে কাল্পনিক এক লোমশ প্রজাতি ইওকের ভূমিকায় অভিনয় করেছিলেন ৷ আর হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজিতে তাঁকে দেখা গিয়েছে রূপকথার কুৎসিত বামন গবলিনের চরিত্রে । 'স্টার ওয়ার্স' এবং 'হ্যারি পটার' ছাড়াও পল গ্রান্টের 'দ্য ডেড' (1987) এবং 'ল্যাবিরিন্থ' (1986)-এও অভিনয় করেছেন তিনি ৷

আরও পড়ুন:প্রয়াত হ্যারি পটার খ্যাত অভিনেতা-লেখক রব্বি কলট্রন

'উইলো' (1988), 'ল্যাবিরিন্থ' এবং 'লেজেন্ড' (1985) এর মতো প্রযোজনাগুলিতে স্টান্ট পারফর্মার হিসাবেও প্রশংসিত হয়েছেন পল গ্রান্ট । দ্য সানকে দেওয়া এক বিবৃতিতে সোফি জেইন বলেছেন, তিনি (গ্রান্ট) একজন কিংবদন্তি ছিলেন । তিনি সর্বদা সবার মুখে হাসি ফোটাতেন ৷ তিনি অনেকের জন্য অনেক কিছু করেছেন এবং তিনি আর্সেনালের দারুণ ভক্ত ছিলেন । তিনি ছিলেন একজন অভিনেতা, একজন বাবা এবং একজন দাদা । তিনি তাঁর মেয়ে, ছেলে এবং তাঁর বান্ধবী মারিয়াকে খুব ভালোবাসতেন ৷ তাঁর সৎ সন্তানদেরও খুব ভালোবাসতেন তিনি ।

সোফির কথায়, "আমি বিধ্বস্ত । বাবা তোমাকে খুব ভালোবাসি, ভালো করে ঘুমাও ৷" গ্রান্টের গার্লফ্রেন্ড মারিয়া ডোয়ার বলেছেন, "পল আমার জীবনের ভালোবাসা ছিলেন । আমার জানা সবচেয়ে মজার মানুষ । তিনি আমার জীবনকে সম্পূর্ণ করেছেন । তাঁকে ছাড়া জীবন কখনওই আগের মতো হবে না ।"

ABOUT THE AUTHOR

...view details