হায়দরাবাদ, 27 সেপ্টেম্বর: ক্রিকেটার হরভজন সিং'য়ের স্ত্রী গীতা বসরা একজন পরিচিত অভিনেত্রী ৷ এবার স্ত্রীকে সঙ্গে নিয়ে রিল বানানোয় মনোযোগ দিলেন প্রাক্তন ভারতীয় অফস্পিনার ৷ ভাজ্জি তাঁর কেরিয়ারে 'দুসরা'-র জন্য সুপরিচিত ছিলেন ৷ অর্থাৎ ব্যাটারদের চমক দিয়ে প্যাভিলিয়ানে ফেরাতেই সিদ্ধহস্ত ছিলেন তিনি ৷ এবার রিল বানিয়েও স্ত্রী'কে বেশ চমকে দিলেন 'টার্বুনেটর' (Harbhajan Singh and Geeta Basra) ৷
হরভজন সিং ড্রেসিংরুমে পরিচিত ছিলেন তাঁর হাসি খুশি মেজাজের জন্য় ৷ অনেক ক্রিকেটাররা তো এও বলেন, ভাজ্জিই ছিলেন সেই সময় দলের সবচেয়ে বড় প্রাঙ্ক স্টার ৷ এবার তারই প্রমাণ মিলল এই ভিডিয়োতেও (Harbhajan and Geeta Funny Video)৷ সোমবার যে ভিডিয়ো শেয়ার করেছেন ভাজ্জি, তাতে দেখা যায় রোমান্টিক মেজাজে বসে রয়েছেন গীতা ও হরভজন ৷ এমন সময় নরম গলায় হরভজন প্রশ্ন করেন, 'বলছিলাম কি আমাদের বিয়ের তো পাঁচবছর হয়ে গেল তাই না?' উত্তরে স্বাভাবিকভাবেই সায় দেন গীতা, বলেন, "হ্যাঁ তাতে কী!" এবারই আসল দুসরাটি ছাড়েন হরভজন ৷ তিনি বলেন,"না বলছিলাম আমার প্রশ্ন হল, আবার কি নির্বাচন হবে নাকি এই সরকারই চলবে?" ব্যাস রেগে লাল গীতা ৷ এখানেই শেষ রিল ৷