হায়দরাবাদ, 7 মার্চ: বলি দম্পতি কিয়ারা আদবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা বিয়ের পর একসঙ্গে তাঁদের প্রথম হোলি উদযাপন করছেন ৷ মুহূর্তটা যে এই তারকা জুটির জন্য সত্যিই বিশেষ তা বলাই বাহুল্য ৷ দোল হল রঙের উৎসব । আর একইসঙ্গে দোল প্রেমের উৎসবও বটে ৷ সিড-কিয়ারা প্রেমের এই দিনে শেয়ার করেছেন তাঁদের গায়ে হলুদ পর্বের কিছু ছবি ৷ যেখানে তাঁদের দেখা গিয়েছে একেবারে ট্র্যাডিশনাল সাজে ৷ সিডের পরনে রয়েছে কমলা রঙের শেরওয়ানি আর অন্য়দিকে কিয়ারার পরণে রয়েছে মানানসই লেহেঙ্গা (Sid-Kiara holi post)৷
তাঁদের দু'জনের গালেই লেগে রয়েছে বিয়ের হলুদ ৷ এই রোম্যান্টিক ছবিগুলি শেয়ার করে এই তারকা দম্পতি লিখেছেন, " আমার এবং আমার কাছের মানুষটির তরফ থেকে তোমাকে এবং তোমার প্রিয়জনকে হোলির শুভেচ্ছা ৷" তাঁদের শেয়ার করা প্রি-ওয়েডিং সেরিমনির এই ঝলকগুলি বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের ৷ তাঁরাও শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের প্রিয় এই তারকা জুটিকে ৷ একজন নেটিজেন লেখেন, 'শেরশাহওয়ালি হোলি মুবারক' আবার অন্য আরেকজন লিখেছেন, 'শেরশাহ এবং ডিম্পেল যেন এভাবেই হাসিখুশি থাকেন ৷'