হায়দরাবাদ, 10 অক্টোবর:আজ বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখার জন্মদিন ৷ 69 বছর পূর্ণ করলেন এই ডিভা ৷ পর্দায় রেখার জুটি হিসেবে সবার আগে মনে আসে অমিতাভ বচ্চনের নাম ৷ তাঁদের অভিনয়, দু'জনের রসায়ন মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের ৷ রেখার জন্মদিনে তাঁর ও বিগ বি-র স্মরণীয় কিছু ছবির দিকে নজর রাখব, যা আজও মাতিয়ে রাখে নতুন প্রজন্মকে ৷
দো আনজানে (1976): দুলাল গুহ পরিচালিত 'দো আনজানে' দিয়ে একসঙ্গে স্ক্রিন শেয়ার করা শুরু করে রেখা ও অমিতাভ জুটি । এটি একটি বিবাহিত দম্পতির গল্প, যারা ভুল বোঝাবুঝি এবং জীবনের পরীক্ষায় জর্জরিত । রেখা এবং অমিতাভের অভিনয় দেখে মনে হয়েছে, প্রকৃতই যেন তাঁরা স্বামী-স্ত্রী ৷ তাঁদের অসাধারণ রসায়নে বুঝিয়ে দেয় যে, অন-স্ক্রিন তাঁদের এই পার্টনারশিপ দীর্ঘায়িত হতে চলেছে ৷
মুকাদ্দার কা সিকন্দর (1978): প্রকাশ মেহরা পরিচালিত এই চলচ্চিত্রটি একটি ব্লকবাস্টার হিট ৷ সেই সময়ে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলির মধ্যে অন্যতম ছিল মুকাদ্দার কা সিকন্দর । রেখা এই ছবিতে একজন বাইজির চরিত্রে অভিনয় করেছেন ৷ আর অমিতাভ ছিলেন শিরোনাম চরিত্রে ৷ ত্রিকোণ প্রেমের সেই কাহিনি আজও ভুলতে পারেননি দর্শকরা ৷
গঙ্গা কি সৌগন্ধ (1978): সুলতান আহমেদ পরিচালিত এই অ্যাকশন-প্যাকড ড্রামায় অমিতাভ বচ্চনকে প্রতিশোধ নিতে দেখা গিয়েছে ৷ অশান্তিতে জড়িয়ে পড়া এক চরিত্রের ভূমিকায় অভিনয় করেছেন রেখা । তাঁদের অভিনয়, স্টোরিলাইন রেখা-অমিতাভের জুটিকে আরও জনপ্রিয় করে তুলেছে ৷