মুম্বই, 18 মার্চ: বিয়ের পর প্রথম জন্মদিনে স্বামী সোহেল কাতুরিয়াকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী হংসিকা মোতওয়ানি ৷ গতবছর সোহেলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন হনসিকা ৷ রাজস্থানের রয়্যাল ফোর্টে সম্পন্ন হয় তাঁদের বিবাহের অনুষ্ঠান ৷ এবার সোহেলের জন্মদিনে ছবির মালা দিয়ে সাজানো সুন্দর একটি ভিডিয়ো শেয়ার করে তাঁকে শুভেচ্ছা জানালেন হংসিকা (Hansika Motwani Birthday Wish For Sohael Kathuia) ৷
এই বিশেষ ভিডিয়ো সাজানো হয়েছে তাঁদের জীবনের বিভিন্ন রঙিন মুহূর্তের কিছু ছবি দিয়ে ৷ সেখানে যেমন দেখা গিয়েছে আইফেল টাওয়ারকে সাক্ষী রেখে একে অপরকে প্রোপজ করার দৃশ্য় ৷ তেমনই বাদ পড়েনি বিবাহের বিভিন্ন মুহূর্তও ৷ হংসিকা ছবির ক্যাপশনে লেখেন, 'শুভ জন্মদিন বেবি' ৷ অন্যদিকে সোহেলও তাঁকে লিখেছেন, 'তোমায় ভালোবাসা জানাই বেবি' ৷ তাঁর শেয়ার করা এই বিশেষ ভিডিয়োটি পছন্দ করেছেন নেটিজেনরাও ৷
হংসিকা মোতওয়ানি এবং সোহেল কাতুরিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন গতবছর ডিসেম্বর মাসে ৷ রাজস্থানের 450 বছরের পুরোনো একটি ফোর্টকে ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য় বেছে নেন তাঁরা ৷ গোলাপি শহর জয়পুরে নতুন করে জীবন শুরু করা এই তারকা জুটি এখন সোশাল মিডিয়ায় চর্চায় রয়েছেন তাঁদের এই নতুন ভিডিয়োটির জন্য় ৷ কয়েকদিন আগেই থাইল্যান্ড থেকে তাঁদের উইকএন্ড কাটানোর ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী ৷
আরও পড়ুন:মায়ের 80তম জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা বার্তা করণের
প্রসঙ্গত, হংসিকা কেরিয়ার শুরু করেন শিশু শিল্পী হিসাবে ৷ তাঁর সেই বিখ্যাত ধারাবাহিকটির নাম ছিল 'শা-কা-লা-কা-বুম-বুম' ৷ এরপর বলিউডে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে ৷ তাঁর 'আপকা সুরুর' ছবিটি আজও অনেক সিনে অনুরাগীর বেশ প্রিয় ছবির অন্যতম ৷ হংসিকাকে শেষ পর্দায় দেখা গিয়েছে হটস্টার স্পেশাল শো 'লভ শাদি ড্রামা'-য় ৷ আগামীতে তাঁকে দেখা যাবে আইগোর পরিচালিত থ্রিলার প্রজেক্ট 'ম্যান'-এ ৷ ইতিমধ্যেই সামনে এসেছে ছবির মোশন পোস্টার ৷